ছুঁচ ফোটাতে ভীষণ ভয়, তাই মেডিক্যাল চেক-আপ থেকে দূরে পালান! নিজের রহস্য ফাঁস ধোনির, বলছেন স্ত্রী সাক্ষী অনেক এগিয়ে!
Updated: 02 Feb 2025, 07:00 PM ISTএরপরই ধোনি জানান ঠিক কি কারণে তিনি মেডিক্যাল টেস্ট করাতে একটু দ্বিধাবোধ করেন। মাহির কথায়, ‘আমার সব থেকে বড় সমস্যা হচ্ছে, আমি ছুঁচ ফোটাতে খুব ভয় পাই। তাই খুব দরকার না পড়লে আমি রক্তপরীক্ষা করাই না। আমার স্ত্রী বা আমার বাবা আবার এসব দিকে খুব এগিয়ে ’।
পরবর্তী ফটো গ্যালারি