বিশ্বের ধনীতমদের তালিকায় বড়সড় পরিবর্তন। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি সম্পদের পতনের কারণে বিশ্বের শীর্ষ দশ ধনীর তালিকা থেকে অল্প সময়ের জন্য বাইরে ছিটকে যান। পরে অবশ্য দশম স্থানে ফিরে আসেন।
1/5বিশ্বের দশ ধনীতমের তালিকায় ভারতের দুই শিল্পপতি। একজন মুকেশ আম্বানি এবং অপরজন গৌতম আদানি। সম্প্রতি গৌতম আদানি এশিয়ার বৃহত্তম ধনকুবেরের মুকুট ছিনিয়ে নিয়েছেন। তার আগে এটি ছিল মুকেশ আম্বানির দখলে। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
2/5সোমবার, গৌতম আদানির সম্পদে মোট ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে আম্বানির মোট সম্পদ বেড়েছে ১.১ বিলিয়ন। ফাইল ছবি : মিন্ট (HT Bangla)
3/5ইলন মাস্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাঁর সম্পদ ১১.৯ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। ফাইল ছবি : টুইটার (HT Bangla)
4/5সোমবার আদানি গ্রুপের শেয়ার ১৬% বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে আদানি গ্রিনের শেয়ার। এনএসইতে আদানি গ্রিন এনার্জির শেয়ার ১৫.৭৭% বেড়ে ২,২২৪ টাকা হয়েছে। অন্যদিকে আদানি টোটাল গ্যাসের শেয়ার ইন্ট্রাডেতে ৯% পর্যন্ত বেড়েছে। বিএসইতে ৫২ সপ্তাহের সর্বোচ্চ ২,৭৭৫.৮৫ টাকায় পৌঁছেছে। ফাইল ছবি: পিটিআই (HT Bangla)
5/5গৌতম আদানি বিলিয়নেয়ারদের তালিকায় মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যেতে পারেন। কিন্তু, মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অর্থাৎ, RIL এখনও বাজার মূলধনের হিসাবে থেকে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি। সোমবারের হিসাব অনুযায়ী রিলায়েন্সের মোট বাজার মূলধন ১৯ লক্ষ কোটি টাকা। যদিও বর্তমানে মূলধন ১৯ লক্ষ কোটি টাকার কম। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (HT Bangla)