৯ পয়সা দামের একটি শেয়ার লফিয়ে লাফেয় পৌঁছল ৪৭৭.৬৫ টাকায়। সম্প্রতি বোরোসিল রিনিউয়েবলস সংস্থার শেয়ার ৪৫০ টাকার গণ্ডি ছাড়িয়েছে। এর ফলে এই সংস্থায় বিনিয়োগ করা ব্যক্তিদের মুখে চওড়া হাসি ফুটেছে। কারণ এই শেয়ার অবিশ্বাস্য হারে রিটার্ন দিয়েছে। দীর্ঘ মেয়াদে এই সংস্থার শেয়ার পাঁচ লাখ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
1/4বোরোসিল রিনিউয়েবলস কোম্পানির শেয়ার ২০ বছরেরও কম সময়ের মধ্যে বিনিয়োগকারীদের কোটিপতি করেছে। কোম্পানিটি বিভিন্ন প্রয়োজনে সোলার গ্লাস তৈরি করে। বোরোসিল রিনিউয়েবলসের শেয়ার গত দুই দশকেরও কম সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ৫,৩০,০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ৮৩৩ টাকা। এদিকে গত ৫২ সপ্তাহে বোরোসিল রিনিউয়েবলসের শেয়ারের সর্বনিম্ন দর হল ৪৬৮ টাকা। (MINT_PRINT)
2/4২০০৩ সালের ২ এপ্রিলে বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) বোরোসিল রিনিউয়েবলসের শেয়ারের দর ছিল মাত্র ৯ পয়সা। ২০২৩ সালের ২৩ জানুয়ারি সেই একই কোম্পানির শেয়ারের দাম ৪৭৭.৬৫ টাকা। এই সময়ে কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের অবিশ্বাস্য ৫,৩০,০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। একজন ব্যক্তি যদি ২০০৩ সালে ২ এপ্রিল বোরোসিল রিনিউয়েবলস সংস্থার শেয়ারে ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন এবং তিনি সেই শেয়ার ধরে রেখে থাকেন, তাহলে সেই শেয়ারের অর্থমূল্য বর্তমানে ৫.৩ কোটি টাকা হত। (MINT_PRINT)
3/4বোরোসিল রিনিউয়েবলসের শেয়ার গত ১০ বছরে বিনিয়োগকারীদের ৪৯৫০ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ারের দর বোম্বে স্টক এক্সচেঞ্জে ছিল ৯.৬৪ টাকা। ২০২৩ সালের ২৩ জানুয়ারি সেই বিএসই-তে সেই সংস্থারই শেয়ারের দর ৪৭৭.৬৫ টাকায় দাঁড়ায়। একজন ব্যক্তি যদি ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি এ কোম্পানির শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন এবং তিনি তাঁর শেয়ার ধরে রেখে থাকেন, তাহলে বর্তমানে সেই শেয়ারের অর্থমূল্য হবে ৪৯.৫৪ লাখ টাকা হত। (MINT_PRINT)
4/4তবে গত ছয় মাসে বোরোসিল রিনিউয়েবলসের শেয়ারের দর নিম্নমুখী থেকেছে। গত দুই ত্রৈমাসিকে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ২৫ কমেছে। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ৮৩৩ টাকা। এদিকে গত ৫২ সপ্তাহে বোরোসিল রিনিউয়েবলসের শেয়ারের সর্বনিম্ন দর হল ৪৬৮ টাকা। (MINT_PRINT)