Multibagger Shares: শেয়ার বাজারে একটি পেন স্টক দুর্দান্ত রিটার্ন দিচ্ছে। কয়েক বছরেই ৫০০ শতাংশ রিটার্ন দিয়েছে সেই সংস্থা। তাতে এক লাখ টাকা বিনিয়োগে ৬.৩ লাখ পেয়েছেন লগ্নিকারীরা। সেই সংস্থায় কি আপনিও বিনিয়োগ করেছেন?
1/5শেয়ার বাজারে একটি পেন স্টক দুর্দান্ত রিটার্ন দিচ্ছে। কয়েক বছরেই ৫০০ শতাংশ রিটার্ন দিয়েছে সেই সংস্থা বীরম সিকিউরিটিজ (Veeram Securities)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ২০১৭ সালের ৩১ জুলাই বীরম সিকিউরিটিজের (Veeram Securities) প্রতিটি শেয়ারের দাম ৩.৮ টাকা ছিল। যা আজ বেড়ে ঠেকেছে ২৩.৯৫ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5পাঁচ বছরে ৫১০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। অর্থাৎ কেউ যদি ২০১৭ সালের ৩১ জুলাই এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ৬.৩ লাখ টাকা রিটার্ন পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5শেয়ার কিনেছে নোমুরা সিঙ্গাপুর: বীরম সিকিউরিটিজের ১,৫০,০০০ টি শেয়ার কিনেছে গ্লোবাল ফিনান্সিং সার্ভিসেস গ্রুপ নোমুরা সিঙ্গাপুর। তার আগে মরিশাসের একটি সংস্থাও বীরম সিকিউরিটিজের শেয়ার কিনেছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5গত এক বছরে বিনিয়োগকারীদের ১৩০ শতাংশ রিটার্ন দিয়েছে বীরম সিকিউরিটিজ। গত বছর ৫ অগস্ট সংস্থার প্রতিটি শেয়ারের দাম ছিল ১০.৪১ টাকা। যা এখন বেড়ে ২৩.৯৫ টাকায় ঠেকেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)