শেয়ার বাজারে দুর্দান্ত ফর্মে আছে আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ার। যে বিনিয়োগকারীরা টাকা ঢেকেছেন, তাঁরা দুর্দান্ত রিটার্ন পাচ্ছেন। এমনই একটি সংস্থায় কেউ যদি এক লাখ টাকা দিয়ে থাকেন, তাহলে তিনি এক কোটি টাকার মালিক হয়ে যাবেন। ওই সংস্থার শেয়ার বাজারের ইতিহাস অনুযায়ী, বিনিয়োগ করার সময় কেউ লাখপতি থাকলে তিনি কোটিপতি হয়ে যাবেন।
1/7সম্প্রতি বাজারে ব্যাপক লাভের মুখ দেখছে আদানি গ্রুপের (Adani group) বিভিন্ন সংস্থার শেয়ার। তেমনই একটি সংস্থা হল আদানি ট্রান্সমিশন (Adani Transmission Limited)। যা সাড়ে ছয় বছরে লাখপতি বিনিয়োগকারীকে কোটিপতি বানিয়ে দিয়েছে। (ছবিটি প্রতীকী)
2/7সাড়ে ছয় বছরে আদানি ট্রান্সমিশনের (Adani Transmission Limited) প্রতিটি শেয়ারের দাম ২৬.৬ টাকা থেকে বেড়ে হয়েছে ২,৭৭৯ টাকা। অর্থাৎ ওই সাত বছরে ১০,৩৪৭ শতাংশ রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী)
3/7২০১৫ সালের ১৮ ডিসেম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) আদানি ট্রান্সমিশনের (Adani Transmission Limited) প্রতিটি শেয়ারের দাম ছিল ২৬.৬ টাকা। যা শুক্রবার (২৯ এপ্রিল, ২০২২) বেড়ে ২,৭৭৯ টাকায় ঠেকেছে। (ছবিটি প্রতীকী)
4/7পাঁচ বছরে আবার ৩,৭৩০.৪৬ শতাংশ রিটার্ন দিয়েছে আদানি ট্রান্সমিশন (Adani Transmission Limited)। ২০১৭ সালের ৫ মে ওই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ছিল ৭২.৫৫ টাকা। (ছবিটি প্রতীকী)
5/7গত এক বছরে আদানি ট্রান্সমিশনের (Adani Transmission Limited) শেয়ারে ১৬০.৬৯ শতাংশ রিটার্ন মিলেছে। এক বছর আগে প্রতিটি শেয়ারের দাম ছিল ১,০৬৬ টাকা। (ছবিটি প্রতীকী)
6/7চলতি বছরের শুরু থেকে আদানি ট্রান্সমিশনের (Adani Transmission Limited) শেয়ারে ৬০.৫৩ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। যা গত এক মাসে দাঁড়িয়েছে ১৩.২৭ শতাংশ। (ছবিটি প্রতীকী)
7/7শেয়ার বাজারে আদানি ট্রান্সমিশনের (Adani Transmission Limited) ইতিহাস অনুযায়ী, সাড়ে ছয় বছর আগে কেউ যদি এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে এখন এক কোটি টাকার বেশি রিটার্ন পাবেন। পাঁচ বছর আগে এক লাখ টাকা ঢেলে থাকলে ৩৮.৩ লাখ টাকা মিলতেন বিনিয়োগরকারীরা। এক বছরে সেই এক লাখ টাকা বেড়ে ২.৬ লাখ। (ছবিটি প্রতীকী)