1/7দু'বছরে ৩,২০০% রিটার্ন, আশিস কাছোলিয়ার এই শেয়ারে ১ লাখ টাকা হল ৩৩ লাখ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/7করোনাভাইরাসের ধাক্কায় গত দু'বছর ধরে ধুঁকছে বিশ্ব অর্থনীতি। সেইসময় বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে এক্সপ্রো শেয়ার (Xpro Shares)। যে মাল্টিব্যাগার স্টক ৩,২০০ শতাংশ রিটার্ন দিয়েছে। তাতে বিনিয়োগ আছে আশিস কাছোলিয়ার (Ashish Kacholia Portfolio)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/7বছরদুয়েক আগে এক্সপ্রোর প্রতিটি শেয়ারের দাম ৩১ টাকা থেকে বেড়ে ১,০৩০ টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ সেইসময় ৩,২০০ শতাংশ উত্থানের সাক্ষী থেকেছে এক্সপ্রো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/7৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়ার পর পতনের মুখে পড়েছে এক্সপ্রো। গত এক মাসে ১০ শতাংশ পড়েছে। তবে চলতি বছরের শুরু থেকে প্রতিটি শেয়ারের দাম ৯৩৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,০৩০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/7এক বছর আগে এক্সপ্রোর প্রতিটি শেয়ারের দাম ছিল ১৮২ টাকা। গত এক বছরে ৪৫০ শতাংশের বেশি উত্থানের সাক্ষী থেকেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
6/7কেউ যদি চলতি বছরের শুরুতে এক্সপ্রো ইন্ডিয়ায় এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ১.০৮ লাখ টাকা ফেরত পারেন। এক বছর আগে কোনও বিনিয়োগকারী এক লাখ টাকা ঢাললে এখন ৫.৫ লাখ টাকা ফেরত পাবেন। একইভাবে দু'বছর আগে কেউ এক লাখ টাকা বিনিয়োগ করে থাকলে রিটার্ন পাবেন ৩৩ লাখ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
7/7এক্সপ্রো ইন্ডিয়ায় ৪,২১,৬১৬ টি শেয়ার আছে আশিস কাছোলিয়ার। যা এক্সপ্রো ইন্ডিয়ার মোট শেয়ারের ৩.৫৭ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)