ইকেআই এনার্জির পরিচালনা পর্ষদ ৩:১ অনুপাতে বোনাস শেয়ার অনুমোদন করেছে। অর্থাৎ, যে বিনিয়োগকারীদের কোম্পানির ১টি শেয়ার থাকবে, তাঁদের কোম্পানিটি ৩টি বোনাস শেয়ার দেবে।
1/5বোনাস শেয়ারের ঘোষণা করল EKI Energy। ১৮ মে বুধবার সংস্থার শেয়ার প্রায় ১৪% বৃদ্ধি পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Reuters)
2/5ইকেআই এনার্জির পরিচালনা পর্ষদ ৩:১ অনুপাতে বোনাস শেয়ার অনুমোদন করেছে। অর্থাৎ, যে বিনিয়োগকারীদের কোম্পানির ১টি শেয়ার থাকবে, তাঁদের কোম্পানিটি ৩টি বোনাস শেয়ার দেবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
3/5ইকেআই এনার্জির শেয়ার গত এক বছরে ৫০০০%-এর বেশি রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
4/5EKI Energy Services মোট ২০,৬২,২০,০০০ টাকার জন্য ২,০৬,২২,০০০টি বোনাস শেয়ার ইস্যু করবে। বোনাস শেয়ার আগামী ১২ জুলাই বা তার আগেই জমা হবে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
5/5EKI Energy Services ২০২১-২২ অর্থবর্ষে ৩৮৩ কোটি টাকার নেট লাভ করেছে। আয় বেশি হওয়ায় কোম্পানির নিট মুনাফা বেশ কয়েক গুণ বেড়েছে। পাল্লা দিয়ে লাফিয়ে বেড়েছে শেয়ার দর। ফাইল ছবি : রয়টার্স (Reuters)