Multibagger Stock: নাম জুড়েছে আদানি গ্রুপের (Adani Group)। তারপরই মালামাল হয়ে যাচ্ছে এই সংস্থার লগ্নিকারীরা। মাত্র ২২ দিনে ১৬৭ শতাংশ রিটার্ন দিয়েছে ওই সংস্থা। অর্থাৎ মাত্র এক মাসে এক লাখ টাকা হয়ে গিয়েছে ২.৭৪ লাখ টাকা। শুধু তাই নয়, আজ ‘আপার সার্কিটও’ ছুঁয়ে ফেলেছে।
1/5২২ দিনে ১৬৭% রিটার্ন! আদানির নাম জুড়তে বাম্পার লাভ এই শেয়ারে, ছুঁল আপার সার্কিট। (ছবি সৌজন্যে এএফপি ফাইল এবং রয়টার্স প্রতীকী)
2/5মাত্র ২২ দিনে মিলল ১৬৭ শতাংশ রিটার্ন। মাসখানেক আগে কোহিনুর ফুডসের (Kohinoor Foods Ltd) প্রতিটি শেয়ারের দাম ছিল ৭.৭৭ টাকা, সেটাই বেড়ে দাঁড়াল ২১.৩ টাকা। বিশেষজ্ঞদের মতে, গৌতম আদানির নাম জুড়তেই ওই সংস্থার উপর আস্থা বেড়েছে শেয়ার বাজারের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5মঙ্গলবার কোহিনুরের শেয়ার 'আপার সার্কিট' ছুঁয়ে ফেলেছে। আপাতত প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২১.৩ শতাংশ। শেষ পাঁচটি সেশনে ২২.০২ শতাংশ উত্থান হয়েছে কোহিনুর ফুডসের প্রতিটি শেয়ারের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5সেই অনুযায়ী, কেউ যদি ২২ দিন আগে কোহিনুর ফুডসে (Kohinoor Foods Ltd) এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তিনি এখন ২.৭৪ লাখ টাকা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5সম্প্রতি কোহিনুর-সহ একাধিক ব্র্যান্ড অধিগ্রহণ করেছে আদানি উইলমার লিমিটেড (Adani Wilmar Limited)। আদানি গোষ্ঠীর তরফে একটি বিবৃতিতে জানানো হয়, অধিগ্রহণের ফলে কোহিনুরের বিভিন্ন সামগ্রীর মালিকানা আদানিদের হাতে চলে এসেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)