Multibagger stock return: বাজার ‘দুর্বল’ আছে। কিন্তু গৌতম আদানি (Adani Group) নামতেই সেই ‘দুর্বল’ বাজারে ছক্কা হাঁকাল এই সংস্থার শেয়ার। শুধু তাই নয়, বম্বে স্টক এক্সচেঞ্জে পৌঁছে গিয়েছে ৫২ সপ্তাহ বা এক বছরের সর্বোচ্চ স্তরে। স্বভাবতই মিলেছে দুর্দান্ত রিটার্ন। সেই শেয়ারে কি আপনার বিনিয়োগ আছে?
1/6গৌতম আদানির ‘নজর’ পড়েছে। তারপরই বিনিয়োগকারীদের কাছে ‘কোহিনুর’ হয়ে উঠল কোহিনুর ফুডসের (Kohinoor Foods Ltd) শেয়ার। বাজারের অবস্থা খারাপ হলেও আদানির অধিগৃহীত সংস্থার উত্থান অব্যাহত আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/6FILE PHOTO: A man walks past the Bombay Stock Exchange (BSE) building in Mumbai, India, May 20, 2019. REUTERS/Francis Mascarenhas
4/6আজ (শুক্রবার) বাজার বন্ধের সময় (বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই) কোহিনুর ফুডসের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪.৬ টাকা। যা আগের থেকে ৪.৯ শতাংশ বা ১.১৫ টাকা বেশি। গত ৫২ সপ্তাহে এটাই হল শেয়ার বাজারে কোহিনুর ফুডসের সর্বাধিক দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/6শেষ ৫২ সপ্তাহে বিএসইতে কোহিনুর ফুডসের প্রতিটি শেয়ারের দাম ছিল ৭.৭৭ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6সম্প্রতি কোহিনুর-সহ একাধিক ব্র্যান্ড অধিগ্রহণ করেছে আদানি উইলমার লিমিটেড (Adani Wilmar Limited)। আদানি গোষ্ঠীর তরফে একটি বিবৃতিতে জানানো হয়, অধিগ্রহণের ফলে কোহিনুরের বিভিন্ন সামগ্রীর মালিকানা আদানিদের হাতে চলে এসেছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)