বাংলা নিউজ >
ছবিঘর > Share Market News: মাত্র ১২ মাসে ১ লাখ টাকা বেড়ে ৮৭.৫৩ লাখ! জানুন কোন শেয়ার
Share Market News: মাত্র ১২ মাসে ১ লাখ টাকা বেড়ে ৮৭.৫৩ লাখ! জানুন কোন শেয়ার
Updated: 26 Apr 2022, 02:54 PM IST
Soumick Majumdar
এক বছর আগেই সেজল গ্লাসের শেয়ারের দাম মাত্র ৩ টাকা ছিল।
1/6আজ এমন একটি স্টকের বিষয়ে জানতে পারবেন, যেটি মাত্র ১ বছরেই বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)2/6শেয়ারটি হল সেজল গ্লাস(Sezal Glass)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)3/6এক বছর আগেই সেজল গ্লাসের শেয়ারের দাম মাত্র ৩ টাকা ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)4/6বর্তমানে সেই শেয়ারই বেড়ে ২৮৭.৮৫ টাকা হয়ে গিয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (PTI)5/6অর্থাত্ গত ১২ মাসে সেজল গ্লাসের শেয়ারটি ৮৭২৬%-এরও বেশি রিটার্ন দিয়েছে। ফাইল ছবি : রয়টার্স (PTI)6/6তবে একটা সময় টাটা টেলি সার্ভিসেস লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ২৯০.১৫ টাকায় পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপর ধসে গিয়েছিল সংস্থার শেয়ার। নেমে গিয়েছিল ৯৩.৪ টাকায়। সেই ধাক্কা কাটিয়ে আবারও উঠতে শুরু করেছে টাটা টেলি সার্ভিসেসের শেয়ার। (ছবিটি প্রতীকী) (PTI) অন্য গ্যালারিগুলি