Multibagger stocks: এক বছর আগে কেউ যদি ওই সংস্থায় এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ১.৯২ কোটি টাকা ফেরত পাবেন। ৩০ জুন বম্বে স্টক এক্সচেঞ্জে কাইজার কর্পোরেশনের প্রতিটি শেয়ারের দাম ছিস ৩৭ পয়সা। এখন (১০ জুন) প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ৭১.৩৫ টাকায়। অর্থাৎ বিনিয়োগকারীরা ১৯,১৮৩.৭৮ শতাংশ রিটার্ন পেয়েছেন।
1/5এক বছর আগে কাইজার কর্পোরেশনের (Kaiser Corporation) প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৭ পয়সা। যা এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৭১ টাকা। তার জেরে এক বছর আগে কেউ যদি ওই সংস্থায় এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ১.৯২ কোটি টাকা ফেরত পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5গত বছর ৩০ জুন বম্বে স্টক এক্সচেঞ্জে কাইজার কর্পোরেশনের প্রতিটি শেয়ারের দাম ছিস ৩৭ পয়সা। এখন (১০ জুন) প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ৭১.৩৫ টাকায়। অর্থাৎ বিনিয়োগকারীরা ১৯,১৮৩.৭৮ শতাংশ রিটার্ন পেয়েছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5তবে সম্প্রতি কিছুটা ধাক্কা খেয়েছে কাইজার কর্পোরেশন। ১৭.৭ শতাংশ পতনের সাক্ষী থেকেছে ওই সংস্থা। গত পাঁচটি সেশনে ১৮.৫ শতাংশ পড়েছে। চলতি বছর ২৯ এপ্রিল তো প্রতিটি শেয়ারের দাম ২৯ টাকায় ঠেকেছিল। তারপর খাড়া হয়ে পড়ছিল। একটা সময় ৬০ টাকায় নেমে গিয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5সেই নিরিখে কেউ যদি এক লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১.৯২ কোটি টাকা থেকে পাবেন। ছয় মাস আগে কেউ এক লাখ টাকা ঢাললে এখন ২.৯২ কোটি টাকা ফেরত পেতেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)