সেনসেক্সের মন্দা সত্ত্বেও ভালো পারফর্ম করেছে S&T Corporation Ltd.-এর শেয়ার। ফার্মটির কার্যত বাজারে কোনও ঋণই নেই। এই শেয়ারের ক্ষেত্রে সেটাই প্লাস পয়েন্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
1/5বাজার যেমনই থাকুক। কিছু শেয়ার ঠিক বিনিয়োগকারীদের সময় মতো ভালো রিটার্ন দিয়েছে। সেরকমই এক মাল্টিব্যাগার শেয়ার S&T Corporation Ltd. । (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/5BSE তালিকাভুক্ত এই শেয়ার এই বাজারেও ভালোই পারফর্ম করে চলেছে। তাছাড়া এর ট্র্যাক রেকর্ডও বেশ ভালো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Reuters)
3/5S&T কর্পোরেশন একটি স্মল-ক্যাপ কোম্পানি। সংস্থাটি বস্ত্র ও নির্মাণ শিল্পে জড়িত। বাজার মূলধন ১৩৫ কোটি টাকা। ভ্যালু রিসার্চ অ্যান্ড স্ক্রিনারের তথ্য অনুসারে ফার্মটির কার্যত বাজারে কোনও ঋণই নেই। এই শেয়ারের ক্ষেত্রে সেটাই প্লাস পয়েন্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
4/5S&T কর্পোরেশনের শেয়ার গত ২৯ জুন, ২০২১-এ ১৩.৪৫ টাকা করে ছিল। সেখান থেকে বেড়ে, ২৪ জুন ২০২২-এ সেটা দাঁড়িয়েছে ২১২.৬৫ টাকা করে। অর্থাত্ প্রায় ১,৪৮১.০৪% মাল্টিব্যাগার রিটার্ন।ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
5/5গত ৩ জানুয়ারি, ২০২২-এ ২২.৫০ টাকায় ছিল এই শেয়ার। অর্থাত্ সেই সমেও যাঁরা কিনেছেন, তাঁরা প্রায় ৮৪৫.১১% রিটার্ন পাবেন। সেনসেক্সের মন্দা সত্ত্বেও ভালো পারফর্ম করেছে এই শেয়ারটি। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)