‘নাম কা ওয়াস্তে খেলো না’! রোহিতদের প্রসঙ্গ টেনে রঞ্জির কোয়ার্টারের আগে শিবম-সূর্যকে সতর্ক করলেন মুম্বই-র নির্বাচক প্রধান
Updated: 04 Feb 2025, 08:15 PM ISTসঞ্জয় পাতিল বলেন, ‘জম্মু কাশ্মীরের বিরুদ্ধে আমাদের দলে ৬জন ভারতীয় দলের ক্রিকেটার থাকার পরেও হারতে হয়েছিল, যেটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। আমি চাইব যাতে সূর্য এবং শিবম দুজনেই শুধু অংশগ্রহণ নেওয়ার জন্য রঞ্জিতে না খেলে, যাতে ভালো পারফরমেন্স করে মুম্বইয়ের জয়ের ক্ষেত্রে অবদানও রাখে ’।
পরবর্তী ফটো গ্যালারি