বাংলা নিউজ > ছবিঘর > Yogi Adityanath Tatto: যোগী আদিত্যনাথের ট্যাটু মুসলিম যুবকের বুকে, এরপর কোন কারণে জেল গেলেন ইয়ামিন?

Yogi Adityanath Tatto: যোগী আদিত্যনাথের ট্যাটু মুসলিম যুবকের বুকে, এরপর কোন কারণে জেল গেলেন ইয়ামিন?

যোগী আদিত্যনাথের ট্যাটু মুসলিম যুবকের বুকে, এরপর কোন কারণে জেল গেলেন ইয়ামিন?

ইয়ামিন রবিবার একটি টুইট করেন। সেখানে তিনি বলেন, তাঁর প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। তিনি এই ইস্যুতে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও তোলেন। পোস্ট ফেসবুকেও করেন। উত্তরপ্রদেশের এটাহের বাসিন্দা ইয়ামিন সিদ্দিকি রবিবার থানায় গিয়ে এই ইস্যুতে লিখিত অভিযোগ দায়ের করেন।

উত্তরপ্রদেশের যুবক ইয়ামিন সিদ্দিকি রাতারাতি খবরের শিরোনামে চলে এসেছেন গত কয়েকদিনে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা যোগী আদিত্যনাথের মুখের আদলের ট্যাটু ইয়ামিন রেখেছেন বুকে। সেই ঘটনার পরই প্রচারের আলোয় আসেন ইয়ামিন। এরপর তাঁর জেলে যাওয়ার খবর এসেছে।

সূত্রের খবর, ইয়ামিন রবিবার একটি টুইট করেন। সেখানে তিনি বলেন, তাঁর প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। তিনি এই ইস্যুতে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও তোলেন। পোস্ট ফেসবুকেও করেন। উত্তরপ্রদেশের এটাহের বাসিন্দা ইয়ামিন সিদ্দিকি রবিবার থানায় গিয়ে এই ইস্যুতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল, ইদের নমাজ পড়ে আসার পর তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এরপর পুলিশ নামে তদন্তে। সেখানে দেখা যায় ইয়ামিন ভ্রান্ত তথ্য দিয়েছেন। তখনই ইয়ামিনকে পাকড়াও করা হয়। কোভিডের এই নতুন মিউট্যান্ট রকেট গতিতে ছড়াচ্ছে সংক্রমণ! রিপোর্ট কী বলছে?

এদিকে, যোগী প্রশাসনের পুলিশের বিরুদ্ধে ইয়ামিনের অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে। ইয়ামিনের অভিযোগ ছিল যে তিনি যোগী আদিত্যনাথের প্রশংসা করায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এদিকে পুলিশ তদন্তে জানতে পারে এলাকায় শান্তি ভঙ্গ করছেন ইয়ামিন। আর সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়।

 

বন্ধ করুন