নাগাল্যান্ডের নর্দান আনগামী-২ আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিও। তিনি জানান, সারা রাজ্যে ভোটের হাওয়া তাঁদের দিকেই, আর এবার নাগা রাজনীতি সংক্রান্ত দশক পুরনো সমস্যা কেটে যাবে বলে তাঁর আশা। নেফিউ রিও বলেন,'রেকর্ড মার্জিনে ভোট জিতব বলে আশা, আমার নিজের আসন থেকেও আর সরকারের পক্ষ থেকেও। '
1/6নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব চলছে ২৭ ফেব্রুয়ারি। এদিকে, এই ভোটিংয়ের মধ্যেই তিনি জয়ের বিষয়ে আশাবাদী বলে জানালেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। তিনি বলেন, তাঁর ন্যাশনলিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেস পার্টি ও বিজেপির জোট এই ভোটে জয়ী হবে বলে তাঁর আশা। (ANI Photo) (CEO Nagaland Twitter)
2/6নাগাল্যান্ডের নর্দান আনগামী-২ আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিও। তিনি জানান, সারা রাজ্যে ভোটের হাওয়া তাঁদের দিকেই, আর এবার নাগা রাজনীতি সংক্রান্ত দশক পুরনো সমস্যা কেটে যাবে বলে তাঁর আশা। নেফিউ রিও বলেন,'রেকর্ড মার্জিনে ভোট জিতব বলে আশা, আমার নিজের আসন থেকেও আর সরকারের পক্ষ থেকেও। ' (Twitter/Neiphiu Rio) (CEO Nagaland Twitter)
3/6উল্লেখ্য, নাগাল্যান্ডের বোটপর্ব এদিন সকাল ৭ টা থেকে শুরু হয়। তবে উত্তরপূর্বের এই ভোট ঘিরেও উঠে এসেছে হিংসার খবর। নাগাল্যান্ডের এইটি ভোটকেন্দ্রে এক এনপিপি সমর্থককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। অভিযোগ এনপিএফ সমর্থকদের দিকে। সেখানে সাময়িক ভোটগ্রহণ বন্ধ থাকলেও তা পরে শুরু হয়। (ANI Photo) (CEO Nagaland Twitter)
4/6উল্লেখ্য, নাগাল্যান্ডে রাজ্যের শাসকদল এনডিপিপির সঙ্গে হাতে হাত রেখেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। এই জোটের ৪০ টি আসনে এনডিপিপি ও ২০ টি আসনে বিজেপি লড়ছে। কংগ্রেস এখানে ২৩ টি আসনে প্রার্থী দিয়েছে, নাগা পিপলস পার্টি সেখানে ২২ টি আসনে প্রার্থী দিয়েছে। . (ANI Photo) (CEO Nagaland Twitter)
5/6উল্লেখ্য, ৬০ আসনের নাগাল্যান্ডের ভোটে অন্যতম ফ্যাক্টর হতে পারে মহিলা ভোটব্যাঙ্ক। সেখানে মোট ভোটারের সংখ্যা ১৩ লক্ষ। আর মহিলা ভোটারের সংখ্যা ৬ লক্ষ ৫৫ হাজার ১৪৪ জন। ভোটপর্ব ঘিরে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও বলেন,'আমরা চাই নাগা রাজনীতি ঘিরে স্থায়ী সমস্যার সমাধান। স্থায়ী শান্তি আর সমস্ত দিকে উন্নয়ন।' এক্ষেত্রে তিনি NSCN-IM ও NNPGs এর একসঙ্গে জোট করে চুক্তিবদ্ধ হয়ে শান্তি স্থাপনের প্রসঙ্গে আনেন। তিনি আশাবাদী যে নাগাদের দাবি দাওয়া নিয়ে সমস্যা মিটবে ও ‘নাগারা তাঁদের ঐতিহাসিক অধিকার’ পাবেন। তিনি বলেন, ‘ওই জুই গোষ্ঠীর একসঙ্গে আসাটা আমাদের বড়সড় আশা যুগিয়েছে।’ (ANI Photo) (CEO Nagaland Twitter)
6/6ভোটপর্ব ঘিরে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও বলেন,'আমরা চাই নাগা রাজনীতি ঘিরে স্থায়ী সমস্যার সমাধান। স্থায়ী শান্তি আর সমস্ত দিকে উন্নয়ন।' এক্ষেত্রে তিনি NSCN-IM ও NNPGs এর একসঙ্গে জোট করে চুক্তিবদ্ধ হয়ে শান্তি স্থাপনের প্রসঙ্গে আনেন। তিনি আশাবাদী যে নাগাদের দাবি দাওয়া নিয়ে সমস্যা মিটবে ও ‘নাগারা তাঁদের ঐতিহাসিক অধিকার’ পাবেন। তিনি বলেন, ‘ওই জুই গোষ্ঠীর একসঙ্গে আসাটা আমাদের বড়সড় আশা যুগিয়েছে।’(ANI Photo) (CEO Nagaland Twitter)