মায়ের ল্যাপটপ থেকেই টানা ২ দিন কোডিং করে সে। প্রায় ২,০৬৬ লাইন কোডিং করে তা সাবমিট করে সে। এরপরেই বেদান্ত মার্কিন সংস্থাটি থেকে ফুল-টাইম চাকরির অফার পান। বেতন বছরে ৩৩ লক্ষ টাকা। কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা খোয়ালো ওই কিশোর।
1/9মার্কিন মুলুকে চাকরির অফার পেয়েও হারালেন এক কিশোর। আর তার কারণ জানলে সত্যিই অবাক হবেন। প্রতীকী ছবি : ইনস্টাগ্রাম (PTI)
2/9নাগপুরের ওই কিশোরের নাম বেদান্ত দেওকাটে। ছোট থেকেই কোডিং, সফটওয়্যার, প্রযুক্তিতে আগ্রহ তার। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (PTI)
3/9মায়ের ল্যাপটপ থেকে ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে স্ক্রল করার সময়েই বেদান্ত একটি প্রতিযোগিতার খবর পায়। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
4/9প্রতিযোগিতাটি আয়োজন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থা। তাতে বলা হয়েছিল, ২ দিনের মধ্যে নির্দিষ্ট কিছু কোডিং-এর নমুনা জমা দিতে হবে। ফাইল ছবি: এপি (PTI)
5/9সেই মতো মায়ের ল্যাপটপ থেকেই টানা ২ দিন কোডিং করে সে। প্রায় ২,০৬৬ লাইন কোডিং করে তা সাবমিট করে সে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (PTI)
6/9এরপরেই বেদান্ত মার্কিন সংস্থাটি থেকে ফুল-টাইম চাকরির অফার পান। বেতন বছরে ৩৩ লক্ষ টাকা। মার্কিন মুলুকের পক্ষে সাধারণ হলেও, একজন ভারতীয় ফ্রেশারের পক্ষে নেহাত্ কম নয়। কিন্তু তা সত্ত্বেও নিউ জার্সির চাকরিটা হারালেন বেদান্ত। কেন জানেন? ফাইল ছবি: রয়টার্স (PTI)
7/9১,০০০ জনকে টেক্কা দিয়ে এই চাকরির জন্য নির্বাচিত হয়েছিলেন বেদান্ত। কিন্তু শেষ পর্যন্ত তাঁর আর আপাতত মার্কিন মুলুক যাওয়া হচ্ছে না। অফার বাতিল করেছে সংস্থাটি। কিন্তু এর পেছনে কারণ কী? ফাইল ছবি: পিক্সাবে (PTI)
8/9জানা গিয়েছে, বেদান্তের এখন বয়স মাত্র ১৫ বছর। ফলে এই বয়সে তাকে চাকরিতে নিয়োগ করতে পারবে না সংস্থাটি। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (PTI)
9/9তবে বেদান্তের কাজ তাদের বেশ পছন্দ হয়েছে। তারা এটাও জানিয়েছে যে, আগামিদিনে পড়াশোনা শেষ করার পর বেদান্ত চাইলে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)