Attack on Naihati RG Kar Protest: নৈহাটিতে নৈরাজ্য, 'দাঁড়িয়ে দেখল পুলিশ', ফের উর্দিধারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন
Updated: 09 Sep 2024, 08:50 AM ISTআরজি কর কাণ্ডের প্রতিবাদে গতকাল ফের 'রাত দখল' হয় বাংলার বিভিন্ন জায়গায়। বহু সাধারণ মানুষ সেই প্রতিবাদে শামিল হন। এমনই এক কর্মসূচি পালন করা হয়েছিল উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। আর সেখানেই তৃণমূল আশ্রিত গুন্ডাদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয় ছিল।
পরবর্তী ফটো গ্যালারি