বিগত কয়েক বছরে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির গ্রাফ চড়তে দেখেছে ভারতবাসী। বর্তমানে সেই দাম স্তিতিশীল থাকলেও আগের তুলনায় অনেকটাই বেশি দরে বিকোচ্ছে জ্বালানি। তবে এরই মধ্যে এবার সরকারের তরফে একটি বড় পদক্ষেপের ঘোষণা করা হল। গত সোমবার মোদী সরকারের তরফে ১১টি রাজ্যের ৮৪টি পেট্রোল পাম্পে ইথানল মিশ্রিত জ্বালানি বিক্রি শুরু করা হয়েছে।
1/6সরকারের কথায় ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে দেশের পোট্রোলে মাত্র ১.৫ তাংশ ইথানল মেশাতে হত। সেই মাত্রা বিগত বছরে বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই পেট্রোলে এখন ১০% ইথানল মেশানো হচ্ছে। এবং ২০৩০ সালের মধ্যে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর পরিকল্পনা ছিল সরকারের। তবে তারও আগেই এই লক্ষ্য পূরণের তাগিদে ১১টি রাজ্যে এই প্রকল্প চালু হয়েছে।
2/6এই পদক্ষেপের ফলে আখ উৎপাদনকারী কৃষকদের উপকার হবে। এর পাশাপাশি আমদানিকৃত অপরিশোধিত তেলের উপর ভারতের নির্ভরতা কমতে চলেছে। তার ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। সরকারি হিসেব বলছে, ১০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করে ইতিমধ্যই হাজার হাজার কোটি ডলার সাশ্রয় করেছে কেন্দ্র।
3/6পেট্রোলিয়াম মন্ত্রী এর আগে জানিয়েছিলেন যে ২০২৫ সাল নাগাদ দেশে শুধুমাত্র ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হবে। এর ফলে অশোধিত তেল আমদানির ক্ষেত্রে বার্ষিক চার বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে। এবং এতে দেশে খুচরো পেট্রোলের দামও কমবে। জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী গতবঠর জানান যে যে পেট্রলে ১০ শতাংশ ইথানল মিশ্রিত করে ৪১,৫০০ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা হয়েছে। সেই সঙ্গে গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমেছে ২৭ লাখ টন।
4/6এতে কৃষকরাও লাভবান হয়েছেন। কৃষকদের ৪০,৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে ইথানল বাবদ। ইথানল তৈরি হয় আখ থেকে। চিনিকলগুলির মারফত এগুলি সংগ্রহ করা হয়। ফলে ইথানলের চাহিদা যত বাড়বে, আখ/চিনির দাম বাড়বে। আখ ছাড়াও ভাঙা ধান ও অন্যান্য কৃষিজাত পণ্য থেকে ইথানল আহরণ করা যায়।
5/6প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের পরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের ক্রেতা। প্রক্রিয়াজাতকৃত অপরিশোধিত তেলের ৮৫%-ই আমদানি করতে হয় ভারতকে। আর এই তেল কেনার টাকা ডলারে মেটাতে হয়। ২০২১-২২ সালে ১২০.৪ বিলিয়ন ডলার খরচ করে প্রায় ২১২ মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত।
6/6তবে ইথানল মিশ্রিত এই পোট্রোলে গাড়ির ক্ষতি হবে কি? ক্ষয় রোধ করতে বর্তমান ইঞ্জিনে ছোটখাটো পরিবর্তন করতে হবে। সেটা করে নিলে ২০% ইথানল মেশানো পেট্রোলে কোনও সমস্যা নেই। এদিকে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তরফে জানানো হয়েছে, ১ এপ্রিল ২০২৫ থেকে উৎপাদিত সমস্ত পেট্রোল চালিত গাড়িতে পরিবর্তন করা হবে। সেগুলি ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোলের জন্যই বানানো হবে।