বাংলা নিউজ > ছবিঘর > Narendra Modi in G20 Summit: 'দেখা দিয়েছে আস্থার ঘাটতি', জি২০-র মঞ্চ থেকে বিশ্বকে কী বার্তা মোদীর?

Narendra Modi in G20 Summit: 'দেখা দিয়েছে আস্থার ঘাটতি', জি২০-র মঞ্চ থেকে বিশ্বকে কী বার্তা মোদীর?

'সবকা সাথ, সবকা বিকাশ' মন্ত্রেই জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলিকে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে জি২০-র স্থায়ী সদস্য হিসেবে যুক্ত হয় আফ্রিকান ইউনিয়ন। সেই ঘোষণা করেন মোদী। এছাড়া আজকের দিনে বিশ্ব যে নয়া চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে, তা নিয়ে মুখ খোলেন মোদী।