বাংলা নিউজ > ছবিঘর > Narendra Modi's Viral Selfie: বিশেষ ক্ষমতা সম্পন্ন BJP বুথ সভাপতির সঙ্গে সেলফি 'গর্বিত' মোদীর, ভাইরাল ছবি

Narendra Modi's Viral Selfie: বিশেষ ক্ষমতা সম্পন্ন BJP বুথ সভাপতির সঙ্গে সেলফি 'গর্বিত' মোদীর, ভাইরাল ছবি

তামিলনাড়ুতে গিয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন বুথ সভাপতির সঙ্গে বিশেষ মুহূর্ত কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জীবনের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জকে তোয়াক্কা না করে হুইল চেয়ারে বসেই বিজেপির হয়ে কাজ করা থিরু এস মনিকন্দনকে দেখে অনুপ্রাণিত মোদী। তাঁর সঙ্গে গতকাল এক সেলফি তুলে পোস্ট করেন প্রধানমন্ত্রী।