বাংলা নিউজ > ছবিঘর > ঘরে বাইরে > 7th Pay Commission Cabinet Meeting: আজই বসছে ক্যাবিনেট বৈঠক, ফের বাড়তে পারে ডিএ, কার পকেটে ঢুকবে কত?

7th Pay Commission Cabinet Meeting: আজই বসছে ক্যাবিনেট বৈঠক, ফের বাড়তে পারে ডিএ, কার পকেটে ঢুকবে কত?

আজই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনই দাবি করা হয়েছে রিপোর্টে। আগে থেকেই বলা হচ্ছিল যে হোলির পর ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এই আবহে আজই সেই ঘোষণা করা হতে পারে বলে দাবি করা হল রিপোর্টে। মনে করা হচ্ছে, এবার ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ করা হবে। জানুয়ারি থেকে প্রযোজ্য হবে এই ডিএ।