আজই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনই দাবি করা হয়েছে রিপোর্টে। আগে থেকেই বলা হচ্ছিল যে হোলির পর ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এই আবহে আজই সেই ঘোষণা করা হতে পারে বলে দাবি করা হল রিপোর্টে। মনে করা হচ্ছে, এবার ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ করা হবে। জানুয়ারি থেকে প্রযোজ্য হবে এই ডিএ।
1/5উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ৩১ জানুয়ারি প্রকাশিত কনজিউমার প্রাইজ ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অনুযায়ী (ডিসেম্বরের পরিসংখ্যান) এবার ডিয়ারনেস অ্যালোওয়েন্স ৪.২৩ শতাংশ বাড়ানোর কথা। কিন্তু দশমিক পয়েন্টের হিসেব ধর্তব্যে নেয় না সরকার। তাই ডিএ সম্ভবত চার শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করা হবে।
2/5আপাতত এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে ডিএ এবং ডিআর পেয়ে থাকেন। গত বছর ২৮ সেপ্টেম্বর শেষবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেয়েছিল। যা জুলাই থেকে কার্যকর হয়েছিল। এবার যে ডিএ বাড়ানো হবে, তা ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মার্চের বেতনের সঙ্গে বাকি দুই মাসের বকেয়া বর্ধিত ডিএ ঢুকবে সরকারি কর্মীদের পকেটে।
3/5কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হিসাব করা হয় অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে। ফর্মুলাটা হল - {গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর - ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০। তবে রাষ্টায়ত্ত কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হিসাব গত তিন মাসের এআইসিপিআই গড়ের ওপর নির্ভর করে।
4/5যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৪২ শতাংশ হয় তাহলে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেতন ১৮,০০০ টাকা, তাঁরা প্রতি মাসে মহার্ঘ ভাতা বাবদ ৭,৫৬০ টাকা (প্রতি মাসে ৭২০ টাকা বেশি) পাবেন। তাহলে হলে প্রতি বছরে ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে ৮,৬৪০ টাকা বেশি বেতন পাবেন।
5/5যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৪২ শতাংশ হয় তাহলে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি ৫৩,১০০ টাকা, তাঁরা প্রতি মাসে মহার্ঘ ভাতা বাবদ ২২,৩০২ টাকা (প্রতি মাসে ৭২০ টাকা বেশি) পাবেন। তাহলে হলে প্রতি বছরে ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে ২৫,৪৮৮ টাকা বেশি বেতন পাবেন।