আদানি গোষ্ঠীর বড় পদক্ষেপ। শেয়ারের ওপর নেওয়া ঋণের একটি বড় অংশ অগ্রিম চুকিয়ে দিয়ে নিজেদের আর্থিক স্থিতিশীলতার প্রমাণ দিল আদানি গোষ্ঠী। এর ফলে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংস্থার ঘাড়ের ওপর থেকে ঋণের বোঝা কমল এই ঋণ চুকিয়ে দেওয়ার ফলে।
1/5হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পর থেকেই রক্তক্ষরণ শুরু হয়েছিল আদানি গোষ্ঠীর। তবে ধীরে ধীরে ফের ঊর্ধ্বমুখী গ্রাফ ধরতে শুরু করেছে আদানির শেয়ার। এরই মাঝে এবার শেয়ারের বদলে নেওয়া ঋণের একটা বড় অংশ আগেভাগেই চুকিয়ে দিল আদানি গোষ্ঠী। জানা গিয়েছে, শেয়ারের বদলে নেওয়া ঋণের ৭৩.৭৪ বিলিয়ন টাকা অথবা ৯০১.১৬ মিলিয়ন মার্কিন ডলার সময়ের আগেই চুকিয়ে দিয়েছে আদানি গোষ্ঠী। এর জেরে আদানি গোষ্ঠীর ঘাড় থেকে ঋণের বোঝা অনেকটাই কমেছে। পাশাপাশি ঋণের বদলে নেওয়া আদানির চার সংস্থার শেয়ার ছেড়ে দেবে প্রোমোটাররা। (REUTERS)
2/5এই পদক্ষেপের ফলে আদানি এন্টারপ্রাইজের ৩১ মিলিয়ন শেয়ার বা সংস্থার ৪ শতাংশ শেয়ার ছেড়ে দেবে প্রোমোটাররা। এদিকে আদানি পোর্টের প্রোমোটাররা ১৫৫ মিলিয়ন শেয়ার বা ১১.৮ শতাংশ শেয়ার ছেড়ে দেবে। এদিকে আদানি গ্রিন এনার্জি এবং আদানি ট্রান্সমিশনের প্রমোটাররা সংশ্লিষ্ট কোম্পানির ১.২ শতাংশ এবং ৪.৫ শতাংশ শেয়ার ছেড়ে দেবে। (REUTERS)
3/5উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপি, বিপুল অঙ্কের ঝুঁকিপূর্ণ ঋণের অভিযোগ তোলা হয়। সেই রিপোর্ট প্রকাশের পর থেকে দ্রুত নিম্নমুখী হয়েছে আদানি গোষ্ঠীর ৭টি সংস্থার শেয়ার। তবে এই সব বিতর্কের মাঝেই আদানি গোষ্ঠীর চারটি সংস্থার শেয়ারের ১৫,৪৪৬ কোটি টাকার ব্লক চুক্তি করে জিকিউজি পার্টনার্স। এর জেরে আদানিদের পকেটে ঢুকেছিল বেশ বড় পরিমাণ অর্থ। আর এরপরই অগ্রিম ঋণ চুকিয়ে আদানি গোষ্ঠী বাজারে নিজেদের অবস্থান আরও স্থিতিশীল করল বলেই মত বিশ্লেষকদের। (REUTERS)
4/5হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকেই আদানি গোষ্ঠীর আর্খিত স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন ক্ষেত্রে। এই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। জল্পনা শুরু হয় যে মার্কিন সংস্থাকে দিয়ে অডিট করাতে চলেছে আদানি গোষ্ঠী। তবে সেই সব জল্পনা, বিতর্ককে দূরে সরিয়ে রেখে বাজারে নিজেদের পুরনো অবস্থান ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আদানি গোষ্ঠী। উল্লেখ্য, আগেই নিজেদের সংস্থার নেওয়া ঋণ আগেভাগে মিটিয়ে দেওয়ার 'প্রতিশ্রুতি' দিয়েছিলেন আদানিরা। সেই মতো তারা পদক্ষেপ করছে। (REUTERS)
5/5অতিরিক্ত নজরদারির আওতা থেকে আদানি এন্টারপ্রাইজকে বাদ দিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ। সোমবার 'শর্ট-টার্ম অ্যাডিশনবাল সার্ভেলেন্স থেকে বের করা হল আদানি গোষ্ঠীর মূল সংস্থাকে। আগামী ৮ মার্চ থেকে এই নীতি কার্যকর হবে। হিন্ডেনবার্গ বিতর্কের পর থেকে আদানি গোষ্ঠীর শেয়ারে পতন শুরু হয়। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। (REUTERS)