বাংলা নিউজ > ছবিঘর > ঘরে বাইরে > Adani Group Share Latest News: একবারে ৭৩০ কোটির ঋণ অগ্রিম চুকিয়ে দিল আদানি, সংস্থার শেয়ারে পড়বে কোন প্রভাব?

Adani Group Share Latest News: একবারে ৭৩০ কোটির ঋণ অগ্রিম চুকিয়ে দিল আদানি, সংস্থার শেয়ারে পড়বে কোন প্রভাব?

আদানি গোষ্ঠীর বড় পদক্ষেপ। শেয়ারের ওপর নেওয়া ঋণের একটি বড় অংশ অগ্রিম চুকিয়ে দিয়ে নিজেদের আর্থিক স্থিতিশীলতার প্রমাণ দিল আদানি গোষ্ঠী। এর ফলে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংস্থার ঘাড়ের ওপর থেকে ঋণের বোঝা কমল এই ঋণ চুকিয়ে দেওয়ার ফলে।