একই সঙ্গে দু'টি সংসার চালাচ্ছিলেন ২৮ বছর বয়সি যুবক। সতীনরা কেউ একে অপরের অস্তিত্বের বিষয়েই অবগত ছিলেন না। দুই স্ত্রীর থেকেই সন্তান লাভও হয় যুবকের। তবে অবশেষে দুই স্ত্রীই জানতে পারেন 'অন্য পরিবারের' কথা। এরপরই 'ঝামেলা' না করে সুখে থাকতে 'চুক্তি' করলেন স্বামী এবং দুই স্ত্রী। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে।
1/5জানা গিয়েছে, দু'টি বিয়ের কথা জানাজানি হতেই স্বামী দুই স্ত্রীর সঙ্গে চুক্তি করেন যে সপ্তাহে তিনদিন করে তাঁদেরকে সময় দেবেন স্বামী। এমনকি তাঁর সম্পত্তিও সমান ভাবে ভাগাভাগি করে দেবেন স্বামী। এদিকে রবিবার স্বামী নিজের মতো করে কাটাবেন। জানা গিয়েছে, গোয়ালিয়রের এক পারিবারিক আদালতের নিযুক্ত আইনজীবীর মধ্যস্থতায় এই চুক্তি হয়েছে।
2/5জানা গিয়েছে, মাসিক দেড় লাখ টাকার বেতন দুই স্ত্রীকে ভাগাভাগি করে দেবেন ২৮ বছর বয়সি সেই যুবক। তাঁর দুই ফ্ল্যাটের একটি করে পাবেন তাঁর দুই স্ত্রী। জানা গিয়েছে, ২৮ বছর বয়সি যুবক গুরুগ্রামে একটি সংস্থায় কাজ করেন। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। তাঁর দুই স্ত্রীই তাঁর সেই সংস্থার সহকর্মী। তবে কেউই জানত না যে সেই যুবকের অন্য বিয়েও রয়েছে।
3/5জানা গিয়েছে, ২০১৮ সালের মে মাসে নিজের সহকর্মীকে প্রথমবার বিয়ে করেছিলেন সেই ইঞ্জিনিয়ার। এরপর ২০২০ সালের মে মাসে প্রথম স্ত্রী গর্ভবতী হন। কোভিডের সময়কালে প্রথম স্ত্রীকে গোয়ালিয়রে তাঁর বাবা-মায়ের বাড়িতে রেখে দিয়ে আসেন যুবক। পরে সেই যুবক গুরুগ্রামে ফিরে যান। এদিকে প্রথম স্ত্রী স্বামীর কাছে ফিরতে চাইলেও সেই যুবক স্ত্রীকে এড়িয়ে চলেন।
4/5এরই মাঝে নিজের অপর এক সহকর্মীকে বিয়ে করে বসেন সেই ইঞ্জিনিয়ার। ২০২১ সালের জুন মাসে সেই যুবকের দ্বিতীয় স্ত্রী গর্ভবতী হন এবং এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপর তাঁরা নয়ডায় চলে যান। এবছর জানুয়ারি মাসে স্বামীর মুখোমুখি হতে নয়ডা যান প্রথম স্ত্রী। সেখানেই তিনি জানতে পারেন যে স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই আছেন তিনি।
5/5এরপরই স্বামীর বিরুদ্ধে নয়ডা পুলিশের কাছে এফআইআর করেন প্রথম স্ত্রী। পরে গোয়ালিয়রের এক পারিবারিক আদালতে খোরপোষের দাবিতে মামলা দায়ের করেন। এদিকে আদালতের নিযুক্ত আইনজীবীর মধ্যস্ততায় চুক্তি হয়। উল্লেখ্য, হিন্দু বিবাহ আইনে দু'টি বিয়ে বেইআইনি। তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁরা থাকলে কোনও সমস্যা নেই। তবে যদি চুক্তি লঙ্ঘন হয়, তাহলে প্রথম স্ত্রী আদালতের দ্বারস্থ হতে পারেন। এদিকে অভিযুক্ত স্বামী জানান, তিনি চুক্তি অনুযায়ী দুই স্ত্রীর সঙ্গে সময় কাটাতে প্রস্তুত।