গতমাসে আদানি গৌষ্ঠী নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট পেশের পর থেকেই বহু ক্ষেত্রে প্রভাবিত হয়েছে সাধারণ মানুষও। শেয়ার বাজারের বিনিয়োগকারীরা সরাসরি লোকসানের মুখোমুখি হয়েছেন। এদিকে আতঙ্কে দিন কাটছে সাধারণ আমানতকারীদের দিনও। কারণ, অনেক ব্যাঙ্কের থেকেই আদানিদের ঋণ নেওয়া রয়েছে। এই আবহে ব্যাঙ্ক অফ বরোদার একটি শাখার সামনে লম্বা লাইনের ছবি ভাইরাল হয় সম্প্রতি।
1/4ব্যাঙ্ক অফ বরোদার একটি শাখার সামনে লম্বা লাইনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি। পোস্টে দাবি করা হচ্ছে, আদানিকাণ্ডের জেরে ব্যাঙ্ক অফ বরোদায় নিজেদের অ্যাকাউন্ট বন্ধ করতে লম্বা লাইনে লেগেছেন সাধারণ মানুষ। এই ছবিটি ব্যাঙ্কের বিদেশি এক শাখার। সংযুক্ত আরব আমিরশাহির আল আইনে ছবিটি তোলা হয়েছে।
2/4এই ভাইরাল ছবি প্রসঙ্গে এবার মুখ খুলেছে ব্যাঙ্ক অফ বরোদা কর্তৃপক্ষ। ভাইরাল পোস্টে দাবি করা হয়েছিল, হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর আদানির শেয়ার দর পতন হওয়ার জেরে লোকসান হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার। তবে তা সত্ত্বেও ব্যাঙ্কের প্রধান জানিয়েছে যে তারা আদানিকে টাকা দেবে। এর জেরেই নাকি আতঙ্কে মানুষজন অ্যাকাউন্ট বন্ধ করতে ব্যাঙ্কে লাইন লাগিয়েছেন।
3/4এই ছবিটি ভাইরাল হওয়ার পর ব্যাঙ্কের তরফে জানানো হয়, সংযুক্ত আরব আমিরশাহির আল আইনের শাখাটি ২০২৩ সালের ২২ মার্চ বন্ধ হয়ে যাবে। এই শাখা বন্ধ করার সিদ্ধান্ত গতবছরই নেওয়া হয়েছিল। এবং গ্রাহকদের সেই মতো শাখা বন্ধের বিষয়টি অবগত করা হয়েছিল। এই শাখায় যাদের অ্যাকাউন্ট রয়েছে তা আবুধাবি শাখায় স্থানান্তরিত করা হবে। তবে বলা হয়েছিল, কেউ যদি অ্যাকাউন্ট বন্ধ করতে চায়, তাহলে তারা তা করতে পারেন।
4/4ব্যাঙ্ক অফ বরোদার তরফে দাবি করা হয়, শাখা বন্ধের আগে নিজেদের অ্যাকাউন্ট বন্ধ করতে আগ্রহী ব্যক্তিরাই সেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই সব ভুয়ো পোস্টে বিশ্বাস না করার জন্যও আমানতকারীদের কাছে আবেদন জানানো হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে। ব্যাঙ্কের তরফে গ্রাহকদের আশ্বাস দেওয়া হয়েছে, নিষ্ঠাবান ভাবে পরিষেবা প্রদানে সংস্থা দৃঢ় প্রতিজ্ঞ।