ভারত জুড়ে বর্তমানে মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাঙ্ক খোলা থাকে। ব্যাঙ্ক বন্ধ থাকে দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। তবে বহুদিন ধরেই ব্যাঙ্ককর্মীদের দাবি ছিল, প্রতি সপ্তাহেই দুই দিন করে ছুটি দেওয়া হোক। এবার সেই দাবি মেনে নিল ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোয়িয়েশন। ভারতীয় ব্যাঙ্ক কর্মীদের সংগঠন 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক এম্পলয়িজ'-এর সঙ্গে বৈঠকে বসে আইবিএ।
1/5এদিকে সপ্তাহিক ছুটির দিন বৃদ্ধির ফলে এবার ব্যাঙ্ককর্মীদের অতিরিক্ত সময় কাজ করতে হবে কর্মদিবসগুলিতে। রিপোর্ট অনুযায়ী, সপ্তাহে ছুটির সংখ্যা বাড়ালে প্রতি কর্মদিবসে কাজের সময় ৪০ মিনিট করে বাড়ানো হতে পারে। আইবিএ এবং ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক এম্পলয়িজের মধ্যে এই সংক্রান্ত নিয়ম চালু করার বিষয়ে আলোচনা হয়। (Bloomberg)
2/5অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস নাগরাজন সংবাদমাধ্যমকে বলেছেন, নেগোসিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের ২৫ নম্বর ধারা অনুযায়ী সরকারকে সমস্ত শনিবার ছুটির দিন হিসাবে ঘোষণা করতে হবে। এই মর্মেই এতদিন ধরে দাবি তুলে আসছিলেন সরকারি ব্যাঙ্কের কর্মীরা। অবশেষে সেই দাবি মেনে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। (Bloomberg)
3/5নতুন নিয়ম কার্যকর হলে গ্রাহকদের যাতে সমস্যা না হয়, তার জন্য কর্মদিবসে অতিরিক্ত সময় কাজ করবেন কর্মীরা। বর্তমানে, মাসে যত ঘণ্টা গ্রাহকরা পরিষেবা পেয়ে থাকেন, সেই সময়সীমা কমবে না নয়া ছুটির নীতিতে। বর্তমান নিয়ম অনুযায়ী, প্রত্যেক ব্যাঙ্ককর্মীকে দিনে অন্তত সাত ঘণ্টা থাকতে হয় অফিসে। এর মাঝে আধ ঘণ্টার মধ্যাহ্নভোজের বিরতি মেলে। তাই কাজ করার সময় হয় সাড়ে ৬ ঘণ্টা। তার মধ্যে গ্রাহক পরিষেবা পান ৬ ঘণ্টা ১৫ মিনিট। (Bloomberg)
4/5রিপোর্ট অনুযায়ী, মাসের সব শনিবার ছুটি চালু হলে, কর্মীদের প্রতিদিন সকাল ৯.৪৫ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত কাজ করতে হবে। অর্থাৎ, ৪০ মিনিট অতিরিক্ত কাজ করতে হবে ব্যাঙ্ক কর্মীদের। উল্লেখ্য, এসবিআই ইতিমধ্যেই পাঁচদিন কর্মদিবস এবং প্রতি সপ্তাহে দু'দিন ছুটির নীতি কার্যকর করেছে। এই আবহে ব্যাঙ্ক কর্মীরা এই নীতি কার্যকর করার দাবি নিয়ে আরও সরব হন। (Bloomberg)
5/5নয়া ছুটির নীতি কার্যকর হলে, মাসে দু’দিন করে ছুটি বাড়বে। ১৩ ঘণ্টা কাজ কম হওয়ার কথা। তবে রোজ বাড়তি ৪০ মিনিট কাজ করলে গ্রাহক পরিষেবার সময়ে কোনও কাটছাঁট হবে না। কর্মী সংগঠনের দাবি, তাঁরা সেই অতিরিক্ত সময় কাজ করতে প্রস্তুত। এই আবহে ছুটির নীতি বদলের দাবি মেনে নিল ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোয়িয়েশন। (Bloomberg)