বাংলা নিউজ > ছবিঘর > ঘরে বাইরে > Central Government on Old Pension Scheme: সরকারি কর্মীদের জন্যু সুখবর, বাছা যাবে ওল্ড পেনশন স্কিম! বড় সিদ্ধান্ত সরকারের
Central Government on Old Pension Scheme: সরকারি কর্মীদের জন্যু সুখবর, বাছা যাবে ওল্ড পেনশন স্কিম! বড় সিদ্ধান্ত সরকারের
ওল্ড পেনশন স্কিম নিয়ে কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত। বহুদিন ধরেই ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি করেছিলেন সরকারি কর্মীদের একটি বড় অংশ। একাধিক অ-বিজেপি শাসিত রাজ্যেও ওপিএস চালু করা হয়েছে। এই আবহে এবার কিছু কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার সুযোগ দিতে চলেছে মোদী সরকার।
1/5কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, যে সরকারি কর্মচারীরা ২০০৩ সালের ২২ ডিসেম্বরের আগে চাকরির জন্য আবেদন করেছিলেন এবং ২০০৪ সালে কাজে যোগ দিয়েছিলেন, সেইসব কর্মীরা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় থাকলেও বিকল্প হিসেবে হিসেবে তারা ওল্ড পেনশন স্কিম বেছে নিতে পারবেন।
2/5সরকার জানিয়েছে, ওল্ড পেনশন স্কিমের বিকল্পটি শুধুমাত্র সেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যই উপলব্ধ থাকবেন যারা ২০০৩ সাল বা তার আগে সরকারি চাকরির জন্য আবেদন জানিয়েছিলেন। কারণ ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে ন্যাশনাল পেনশন স্কিম কার্যকর করা হয়েছিল। তবে ২০০৩ সালে কেন্দ্রীয় সরকারি চাকরিতে আবেদন জানানো কর্মীদের শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০০৩ সালের ২২ ডিসেম্বর। তবে নিয়োগ প্রক্রিয়াটি প্রশাসনিক কারণে বিলম্বিত হয়েছিল৷
3/5এই নির্দেশটি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিএপিএফ কর্মীদের এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ন্যাশনাল পেনশন স্কিমের বদলে ওল্ড পেনশন স্কিমকে বেছে নেওয়ার জন্য সরকারি কর্মীদের সুযোগ দেওয়া হয়েছে ৩১ অগাস্ট পর্যন্ত।
4/5সম্প্রতি ঝাড়খণ্ডের হেমন্ত সরকার পুরানো পেনশন স্কিম কার্যকর করেছে৷ এর আগে এই পথে হেঁটেছিল অশোক গেহলটের রাজস্থান সরকারও। ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলের সরকারও পুরোনো পেনশন স্কিম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে। কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশও ওল্ড পেনশন স্কিম চালুর ঘোষণা করেছে। অন্যদিকে, আম আদমি পার্টি পঞ্জাবে পুরনো পেনশন কার্যকর করার কথা বলেছে।
5/5বর্তমানে নয়া পেনশন প্রকল্পের আওতায় নিজের কর্মজীবনে যে পরিমাণ অর্থ সঞ্চয় করেন কর্মচারীরা, অবসরের সময় সেটার ৬০ শতাংশ টাকা তোলা যায়। যে টাকা তুললে কর দিতে হয় না। বাকি ৪০ শতাংশ অ্যানুইটিতে বিনিয়োগ করা হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, শেষ যে বেতন তুলেছিলেন সরকারি কর্মচারী, সেটার ৩৫ শতাংশের মতো পেনশন বাবদ পাওয়া যায়। তবে সেটা যে মিলবে, এমন কোনও নিশ্চয়তা নেই। কারণ পুরোটাই বাজারের উপর নির্ভর করে। আর তাই এই নয়া পেনশন স্কিম নিয়ে আপত্তি সরকারি কর্মীদের।