আজ ১ মার্চ থেকে বদলে গেল বেশ কিছু নিয়ম। ডিএ, গ্যাসের দাম, ইএমআই থেকে একাধিক বিষয় বদলাতে চলেছে আজ থেকে। একনজরে দেখে দিন আজ থেকে কী কী পরিবর্তন প্রভাব ফেলবে আপনার জীবনে...
1/5লোন ও ইএমআই-এর ক্ষেত্রে বড় বদল আসতে পারে আজ থেকে। বলা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি রেপো রেট বৃদ্ধি করেছে। এর জেরে একাধিক ব্যাঙ্ক তাদের এমসিএলআর রেট বাড়িয়েছে। সরাসরি লোন ও ইএমআইতে তার প্রভাব পড়তে পারে। এর জেরে লোনের সুদ আরও বাড়তে পারে। তার মানে সাধারণ মানুষের উপর ইএমআইয়ের বোঝা আরও বাড়বে এই মাস থেকে।
2/5আজ, ১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই বৈঠকেই ডিএ বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট অনুযায়ী, একলাফে ৪ শতাংশ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৮ শতাংশ হারে ডিএ পান। তা বেড়ে ৪২ শতাংশ হবে। ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা এই বর্ধিত মহার্ঘ ভাতা।
3/5এদিকে ১ মার্চ থেকে বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মচারীর জন্য ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। সরকারি কর্মী, পঞ্চায়েত কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পেনশনার্স সকলের ক্ষেত্রে ৩ শতাংশ বাড়তে চলেছে ডিএ। এর ফলে এবার থেকে বেসিক পে-এর ওপর ৬ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
4/5প্যান আধার সংযোগের ব্যাপারে ডেডলাইন পার হয়ে গিয়েছে। আয়কর দফতর প্যান ও আধার কার্ডের লিঙ্ক করার ডেডলাইন হিসেবে ৩১ মার্চের দিনটিকে নির্ধারণ করেছিলেন। যদি ৩১ মার্চের মাধ্যমে যদি প্যান ও আধার কার্ডের মধ্যে লিঙ্ক করা না হয় থাকে, তবে আজ থেকে আপনার প্যান অকার্যকর হয়ে যাবে।
5/5এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে আজ থেকে। কলকাতায় সহ একাধিক শহরে ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের দাম আজ থেকে বেড়েছে ৫০ টাকা। এর জেরে এবার কলকাতায় ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১১২৯ টাকা। এদিকে কলকাতায় ১৯ কেজি ওজনের গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে ৩৫২ টাকা। এই আবহে আজ থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা।