সদ্য সম্পন্ন হল কংগ্রেসের ৮৫তম পূর্ণাঙ্গ অধিবেশনে দলীয় সংবিধানে ৮৫টি সংশোধন এনেছে কংগ্রেস। পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ করার কথা ঘোষণা করেছে কংগ্রেস।
1/4এক যুগান্তকারী সিদ্ধান্তে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে দলিত, আদিবাসী, ওবিসি, মহিলা, সংখ্যালঘুদের ওয়ার্কিং কমিটি এবং দলের অন্যান্য পদে ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। এদিকে এক প্রস্তাবে কংগ্রেস 'যৌথভাবে' বিরোধীদের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। কংগ্রেসের প্রস্তাবে বলা হয়েছে, 'বিরোধী দলগুলির এই যৌথ প্রয়াস ভারতের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।' (AICC)
2/4এদিকে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, সরকার গঠন করলে উত্তর-পূর্বের রাজ্যগুলি, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। এদিকে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে ২০২৪ সালের জন্য 'ভিশন ডকুমেন্ট' তৈরি করবে দল। দারিদ্র্য দূরীকরণ, মহিলাদের ক্ষমতায়ন, জাতীয় নিরাপত্তা, বেকারত্ব দূর করা বিষয় নিয়ে আম জনতার রায় নেবে দল। (AICC)
3/4কংগ্রেস বলেছে যে তারাই একমাত্র দল, যারা কিনা দেশকে যোগ্য এবং নির্ণায়ক নেতৃত্ব দিতে পারবে। তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে পরাস্ত করতে ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত। বিজেপিকে হারানোর লক্ষ্য অর্জনের জন্য সমমনা ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে চিহ্নিত করে একত্রিত করতে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে দাবি করেছে কংগ্রেস। (AICC)
4/4Atal Nagar-Nava Raipur, Feb 26 (ANI): Congress Parliamentary Party (CPP) Chairperson Sonia Gandhi with her son and Congress leader Rahul Gandhi at the party's 85th Plenary Session, in Atal Nagar-Nava Raipur on Sunday. (ANI Photo) (AICC)