পাঁচবছর বিজেপির সঙ্গে জোটে থেকেই মেঘালয়ে সরকার চালিয়েছিলেন কনরাড সাংমা। তবে এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে আসন বণ্টন নিয়ে একমত হতে পারেনি তাঁর দল এনপিপি। এই আবহে একাই লড়াই করার সিদ্ধান্ত নেন কনরাড ও বিজেপি। তবে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতেই 'সুর বদল' কনরাডের।
1/5তিনি বলেন, 'আমরা এটা দেখে খুশি যে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আমরা গতবারের তুলনায় বেশি আসনে জিতব এবারে।' তিনি এরপর আরও বলেন, 'যখন একটি স্থিতিশীল সরকার গঠনের কথা উঠবে এবং যখন পরিস্থিতি আসবে তখন আমরা রাজ্যের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে এগিয়ে যাব।' ইউডিপি, বিজেপির সঙ্গে জোট করে গতবার সরকার গড়েছিল এনপিপি। এবারও এনপিপি সেই পথে হাঁটতে পারে বলে রাজনৈতিক মহলের মত। (Anuwar Hazarika )
2/5এনপিপি প্রধান কনরাড সাংমা বলেন, 'যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা না পাই, তবে সরকার গঠনের জন্য আমাদের অন্য দলগুলির সাথে কথা বলতে হবে... যদি কোনও দল জাতীয় স্তরে উত্তর-পূর্বে আওয়াজকে তুলে ধরতে পারে, আমরা তাঁদের সঙ্গে কাজ করব।' অর্থাৎ, তিনি ইঙ্গিত দিয়েই রাখলেন যে বিজেপির সঙ্গে ভবিষ্যতে ফের একবার হাত মেলাতে তাঁর কোনও সমস্যা নেই। (Anuwar Hazarika )
3/5জি ম্যাট্রিজ বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মেঘালয়ে এবার কোনও দল ম্যাজিক ফিগার ৩১ পার করতে পারবে না। ২১-২৬ টি আসনে জিততে পারে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। বিজেপির ঝুলিতে ছয় থেকে ১১ টি আসনে যেতে পারে। কংগ্রেস জিততে পারে তিনটি থেকে ছ'টি আসনে। তৃণমূল কংগ্রেস আটটি থেকে ১৩ টি আসনে জিততে পারে। (Anuwar Hazarika )
4/5এদিকে ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা বলছে, পাঁচটি থেকে ন'টি আসনে জিততে পারে তৃণমূল। ১৮ থেকে ২৪ টি আসনে জিততে পারে এনপিপি। আটটি থেকে ১২ টি আসনে জিততে পারে ইউডিপি। চারটি থেকে আটটি আসনে জিততে পারে বিজেপি। (Anuwar Hazarika )
5/5টাইমস নাও-ইটিজি বুথফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল আটটি থেকে ১৪ টি আসনে জিততে পারে। ১৮ থেকে ২৬ টি আসনে জিততে পারে এনপিপি। আটটি থেকে ১৪ টি আসনে জিততে পারে ইউডিপি। বিজেপির ঝুলিতে তিনটি থেকে ছ'টি আসন যেতে পারে। (Anuwar Hazarika )