বাংলা নিউজ > ছবিঘর > ঘরে বাইরে > Actress duped by Bank Fraudsters: হ্যাকারদের ফাঁদে পড়ে টাকা হারালেন অভিনেত্রী, আপনার ফোনে কি KYC-র নামে এসেছে এই মেসেজ?
Actress duped by Bank Fraudsters: হ্যাকারদের ফাঁদে পড়ে টাকা হারালেন অভিনেত্রী, আপনার ফোনে কি KYC-র নামে এসেছে এই মেসেজ?
সম্প্রতি কেওয়াইসি-র নামে ব্যাঙ্কের আমানতকারীদের প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। এই ঘটনায় মুম্বইতে তিনদিনের মধ্যে প্রায় ৪০ জনের বেশি ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে হ্যাকাররা। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মেননও। ১৯৯০-এর দশক থেকে সিনেমা জগতে নাম লেখানো স্বেতার অ্যাকাউন্ট থেকে উধাও ৫৭,৬০০ টাকা।
1/5জানা গিয়েছে, কেওয়াইসি আপডেট করার নামে শ্বেতা মেননের মোবাইলে একটি লিঙ্ক এসেছিল। সেই লিঙ্কে ক্লিক করে 'ওটিপি' দেওয়াই কাল হল তাঁর জন্য। জানা গিয়েছে, মুম্বইতে যেসব ব্যাঙ্ক গ্রাহকরা এই প্রতারণার শিকার হয়েছেন, তাঁরা সকলেই একই বেসরকারি ব্যাঙ্কে তাঁদের টাকা রাখতেন। এদিকে প্রতারণার শিকার হয়ে শ্বেতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এই নিয়ে মুম্বই পুলিশ এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের সতর্ক করে দিয়েছে।
2/5শ্বেতা বলেন, তাঁর কাছে একটি মেসেজ আসে, যাতে লেখা হয় যে একদিনের জন্য এই অ্যাকাউন্টটি ব্লক করা হল। কেওয়াইসি আপডেট করলে তা ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এরপর তাঁর কাছে একটি লিঙ্ক যায়। সেই লিঙ্কে ক্লিক করলে তাঁর থেকে প্যান কার্ড নম্বর ও ব্যাঙ্কের আইডি ও পাসওয়ার্ড চাওয়া হয়। সঙ্গে তাঁর ফোনে আসা দুটি ওটিপিও তিনি ফিল-আপ করেন। এরপরই তাঁর অ্যাকাউন্টের সব তথ্য হাতিয়ে নিয়ে টাকা গায়েব করে হ্যাকাররা।
3/5এদিকে এইচডিএফসি ব্যাঙ্কের অনেক গ্রাহক কেওয়াইসি সংক্রান্ত মেসেজ পেয়েছেন বলে অভিযোগ করেন। বিভিন্ন নম্বর থেকে সেই মেসেজগুলি পাঠানো হয়েছে। গ্রাহকদের বলা হচ্ছে, তাঁরা কেওয়াইসি করাননি বা তাঁদের কেওয়াইসির মেয়াদ শেষ হয়ে গেছে। নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে কেওয়াইসি আপডেট করতে বলা হচ্ছে তাঁদের। মেসেজে বলা হচ্ছে, কেওয়াইসি আপডেট না করলে অ্যাকাউন্ট ব্লক করা হবে।
4/5এই আবহে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের এই প্রতারণা প্রসঙ্গে সতর্ক করে দিয়েছে। ব্যাঙ্ক বলেছে, কেওয়াসি বা প্যান আপডেট করার বিষয়ে প্রাপ্ত সন্দেহজনক যেকোনও মেসেজকে যে অগ্রাহ্য করা হয়। এই সংক্রান্ত কোনও মেসেজ মোবাইলে এলে সেই মেসেজের কোনও লিঙ্কে ক্লিক করতে বারণ করা হয়েছে গ্রাহকদের। উল্লেখ্য, ডিজিটাল অর্থনীতির যুগে বেড়েই চলেছে অনলাইনে জালিয়াতির সংখ্যা। এই পরিস্থিতিতে গ্রাহকদের এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে সজাগ থাকতে হবে।
5/5ব্যাঙ্ক কোনও বার্তা পাঠালে, তা ব্যাঙ্কের অফিসিয়াল ID HDFCBK/HDFCBN থেকে পাঠানো হবে। লিঙ্কটি hdfcbk.io থেকে শুরু হবে৷ অন্য কোনও নম্বর থেকে কেওয়াইসি বা প্যান সংক্রান্ত কোনও মেসেজ আসছে মানেই তা ভুয়ো। এই আবহে এই ধরনের অজানা নম্বর থেকে আসা কোনও মেসেজে ক্লিক করা থেকে বিরত থাকুন। কারণ একবার লিঙ্কে ক্লিক করে ধাপগুলো পূরণ করলেই প্রতারকরা আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে।