আগামিকাল থেকে কলকাতায় ধেয়ে আসতে পারে কালবৈশাখীর কালো মেঘ। তবে বৃষ্টির মাঝেই এবছরের আবহাওয়া নিয়ে 'খারাপ খবর' শোনাল ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, স্বাভাবিকের চেয়ে ২০২৩ সালের গ্রীষ্মে বেশি গরম পড়ার সম্ভাবনা রয়েছে। মার্চের শেষ সপ্তাহে ভারতের গাঙ্গেয় সমতলভূমি এবং পূর্ব ভারতের কিছু অংশে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
1/4আইএমডির পূর্বাভাস অনুযায়ী, উত্তরপ্রদেশ, বিহার পশ্চিমবঙ্গে গাঙ্গেও সমতলভূমির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে মার্চের শেষ সপ্তাহে। ভারতের আবহাওয়া বিভাগ এই আবহে একটি উচ্চ স্তরের বৈঠক করে মঙ্গলবার। এই আবহে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে সতর্ক করল ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।
2/4 এবছর গ্রীষ্মকালে তাপমাত্রা আগের থেকে বাড়বে বলে জানানো হয় গতকালের বৈঠকে। এই আবহে পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট মন্ত্রক এবং দফতরগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। প্রয়োজনে সময়মতো যেকোনও ব্যবস্থা নেওয়ার জন্যে আগেভাগে তৈরি থাকতে বলা হয়েছে সকল রাজ্যকে।
3/4উল্লেখ্য, আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ থেকে মে- এই সময়কালে উত্তর-পূর্ব, পূর্ব, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে আইএমডি-র পূর্বাভাস, এবছর দক্ষিণ ভারতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অথবা তার থেকে কম থাকবে। আইএমডি আরও জানিয়েছে যে মার্চের বাকি দিনগুলিতে কোনও উল্লেখযোগ্য তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
4/4এই আবহে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করেছে। তাছাড়া দেশে যাতে বিদ্যুতের ঘাটতি না দেখা দেয়, বা কৃষিকাজে সমস্যা না দেখা দেয়, তার জন্যও আগাম প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব আশ্বস্ত করেছেন, কেন্দ্রীয় সংস্থাগুলি তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং প্রয়োজনে সাহায্য পাঠাবে।