বাংলা নিউজ > ছবিঘর > ঘরে বাইরে > IMD Weather Forecast for Gangetic Plains: আসন্ন ঝড়বৃষ্টির মাঝেই 'খারাপ খবর', এবছরের আবহাওয়ার বড় আপডেট দিল IMD

IMD Weather Forecast for Gangetic Plains: আসন্ন ঝড়বৃষ্টির মাঝেই 'খারাপ খবর', এবছরের আবহাওয়ার বড় আপডেট দিল IMD

আগামিকাল থেকে কলকাতায় ধেয়ে আসতে পারে কালবৈশাখীর কালো মেঘ। তবে বৃষ্টির মাঝেই এবছরের আবহাওয়া নিয়ে 'খারাপ খবর' শোনাল ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, স্বাভাবিকের চেয়ে ২০২৩ সালের গ্রীষ্মে বেশি গরম পড়ার সম্ভাবনা রয়েছে। মার্চের শেষ সপ্তাহে ভারতের গাঙ্গেয় সমতলভূমি এবং পূর্ব ভারতের কিছু অংশে তাপমাত্রা বৃদ্ধি পাবে।