২০২২-২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকের বৃদ্ধির হার কমে ৪.৪%-এই নেমে এসেছে। উল্লেখযোগ্য বিষয় হল, জুলাই-সেপ্টেম্বরের GDP বৃদ্ধির হার ছিল ৬.৩% । ফলে অনেকটাই হ্রাস পেয়েছে। এই হিসাব গত বছরের একই ত্রৈমাসিকের সঙ্গে তুলনার ভিত্তিতে করা(YoY)।
1/5সরকারের প্রকাশিত তথ্যানুসারে ২০২২-২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকের প্রবৃদ্ধির হার কমে ৪.৪%-এই নেমে এসেছে। উল্লেখযোগ্য বিষয় হল, জুলাই-সেপ্টেম্বরের GDP বৃদ্ধির হার ছিল ৬.৩% । ফলে অনেকটাই হ্রাস পেয়েছে। এই হিসাব গত বছরের একই ত্রৈমাসিকের সঙ্গে তুলনার ভিত্তিতে করা(YoY)। ফাইল ছবি: রয়টার্স, পিটিআই (Reuters, PTI)
2/5২০২২-২৩ অর্থবর্ষে ভারতের GDP(মোট দেশীয় পণ্য) ৭% বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার সরকারের প্রকাশিত দ্বিতীয় অগ্রিম অনুমান হিসাবে এমনটাই জানানো হয়েছে। এর আগে জানুয়ারিতে প্রকাশিত প্রাথমিক অনুমানেও এই ৭%-এর পরিসংখ্যানই দিয়েছিলেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা। ফাইল ছবি: রয়টার্স (Reuters, PTI)
3/5দুই ক্ষেত্রেই ৭%-এর অনুমান বজায় থাকলেও একটি বিষয় লক্ষ্যণীয়। সেটি হল, এই নতুন(দ্বিতীয় অগ্রিম অনুমান) অনুমানের যে হিসাব করা হয়েছে, তার জন্য Q3 (অক্টোবর থেকে ডিসেম্বর)-এর GDP ডেটাও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফাইল ছবি: শাটারস্টক (Reuters, PTI)
4/5যদিও ডিসেম্বরের শুরুর থেকে ছবিটা হয় তো বদলেছে। সেই সময়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্বজুড়ে কঠিন মন্দারকারণে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(RBI) চলতি অর্থবর্ষে GDP বৃদ্ধির পূর্বাভাস ৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৮ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল। ফাইল ছবি: রয়টার্স (Reuters, PTI)
5/5আন্তর্জাতিক মুদ্রা তহবিলের(IMF) বিশেষজ্ঞরা যদিও ২০২২-২৩ সালে ভারতের অর্থনীতি ৬.৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে। একই সুর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কেরও। তাদের মতে, ২০২২-২৩ সালে ৬.৮ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ভারতের। ফাইল ছবি: রয়টার্স (Reuters, PTI)