ইনফোসিসের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন মোহিত যোশী। ইনফোসিস ছেড়ে তিনি প্রতিপক্ষ সংস্থায় যোগ দিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন ইনফোসিস প্রেসিডেন্ট রবিকুমার কগনিজ্যান্টের সিইও পদে যোগ দেন। এবার ইনফোসিসের প্রেসিডেন্ট পদ ছাড়লেন মোহিত যোশী। তিনি টেক মহিন্দ্রায় যোগ দিচ্ছেন মোহিত।
1/4জানা গিয়েছে, টেক মহিন্দ্রার বর্তমান সিইও সিপি গুরনানি ২০২৩ সালের ১৯ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। এরপরই সেই পদে আসীন হবেন মোহিত যোশী। উল্লেখ্য, সংস্থার প্রেসিডেন্ট হওয়ার আগে ইনফোসিসের সফ্টওয়্যার ব্যবসা, অর্থনৈতিক পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, গবেষণা বিভাগের দায়িত্বে ছিলেন মোহিত যোশী। সেই পদ ছেড়ে এখন তিনি টেক মহিন্দ্রার সিইও তথা এমডি হতে চলেছেন। (PTI)
2/4উল্লখ্য, ২০০০ সাল থেকে ইনফোসিসে ছিলেন মোহিত যোশী। দুই দশকেরও বেশি সময় পর ইনফোসিসের সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করলেন মোহীত। এদিকে শেয়ারবাজারে দায়ের করা ফাইলিং অনুযায়ী, টেক মহিন্দ্রার সিইও হিসেবে তাঁর যোগদান পাকা হয়ে গিয়েছে। স্টক এক্সচেঞ্জকে দুই সংস্থাই এই বিষয়ে অবগত করেছে নিজেদের ফাইলিংয়ের মাধ্যমে। স্টক এক্সচেঞ্জে জমা পড়া ফাইংলিয়ের তথ্য অনুযায়ী, টেক মহিন্দ্রায় ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে যোগ দেবেন মোহিত। (PTI)
3/4বম্বে স্টক এক্সচেঞ্জকে ইনফোসিস জানিয়েছেন, ১১ মার্চ থেকে ছুটিতে যাচ্ছেন মোহিত। ৯ জুন সংস্থায় শেষ দিন তাঁর। ২০০০ সালে সংস্থায় যোগ দেওয়ার পর একাধিক দায়িত্ব সামলেছেন মোহিত। ইউরোপে সংস্থার অর্থনৈতিক পরিষেবার দায়িত্ব সামলেছেন। ২০০৭ সালে মেক্সিকো ইনফোসিসের দায়িত্বও পালন করেছিলেন তিনি। (PTI)
4/4এদিকে ইনফোসিসে দীর্ঘ ২৩ বছর কাজ করার জন্য এবং সংস্থার জন্য অবদান রাখার জন্য মোহিতকে ধন্যবাদ জানিয়েছে সংস্থা। তবে বিশেষজ্ঞদের মতে, মোহিতের বিদায়ে এক বিশাল শূন্যস্থান তৈরি হবে ইনফোসিসের শীর্ষ পদে। বিগত দিনে ইনফোসিসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মোহিত। তবে এখন তিনি টেক মহিন্দ্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন। (PTI)