চলতি মোবাইল কংগ্রেসে নতুন AR চশমা প্রকাশ করল Xiaomi । এই ওয়্যারলেস অগমেন্টেড রিয়েলিটি চশমায় সকলকে তাক লাগিয়ে দিয়েছে চিনা সংস্থা। যদিও এখনও পুরোদমে এর উত্পাদন শুরু হয়নি।
1/5চলতি মোবাইল কংগ্রেসে নতুন AR চশমা প্রকাশ করল Xiaomi । এই ওয়্যারলেস অগমেন্টেড রিয়েলিটি চশমায় সকলকে তাক লাগিয়ে দিয়েছে চিনা সংস্থা। যদিও এখনও পুরোদমে এর উত্পাদন শুরু হয়নি। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
2/5চিনা ফোন নির্মাতার এই কনসেপ্ট ডিভাইস এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা স্মার্টফোন ব্যবহার না করেই এই চশমার এমবেডেড ক্যামেরার মাধ্যমে সব কাজ সারতে পারেন। কীভাবে? ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
3/5আসলে এই চশমা পরেই ব্যবহারকারীরা কোনও অ্যাপ খোলা, পেজ সোয়াইপ করা এবং ইত্যাদি সমস্ত নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে শাওমির এই কনসেপ্ট ভার্সানের ওজন সাধারণ চশমার তুলনায় বেশি। সাধারণ চশমার ওজন ২০-২৫ গ্রাম হয়। তবে Xiaomi-র ওয়্যারলেস এআর গ্লাসের ওজন ১২৬ গ্রাম (৪.৪ আউন্স)। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
4/5দু'টি মাইক্রো LED স্ক্রিনের মাধ্যমে এই চশমা দ্বারা ব্যবহারকারীরা স্ক্রিনের মতো সমস্ত তথ্য পান। বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই নয়া ডিভাইস এনেছে শাওমি। ফাইল ছবি: এপি (Bloomberg)
5/5শুধু তাই নয়। নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Xiaomi 13 Pro-ও সেখান প্রথমবারের মতো লঞ্চ করেছে সংস্থা। এই ফোনে ডিসপ্লের পিছনে লুকানো সেলফি ক্যামেরা, ডিট্যাচিবল লেন্স সিস্টেমের মতো বেশ কিছু অবিশ্বাস্য নতুন ফিচার যোগ করেছে শাওমি। ফাইল ছবি: এপি (Bloomberg)