বাংলা নিউজ > ছবিঘর > ঘরে বাইরে > Finance Ministry on Adani in Parliament: আদানি নিয়ে প্রশ্নের ঝড় সংসদে, 'উল্লেখযোগ্য প্রভাব পড়েনি', জবাব অর্থ মন্ত্রকের
Finance Ministry on Adani in Parliament: আদানি নিয়ে প্রশ্নের ঝড় সংসদে, 'উল্লেখযোগ্য প্রভাব পড়েনি', জবাব অর্থ মন্ত্রকের
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতি এবং স্টক ম্যানিপুলেশনের অভিযোগ করে মার্কিন ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত রিপোর্ট নিয়ে লোকসভায় একাধিক প্রশ্নের সম্মুখীন হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই আবহে অর্থ মন্ত্রকের তরফে প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার লোকসভায় আদানি গোষ্ঠীকে নিয়ে সর্বশেষ আপডেট দিল।
1/4লোকসভায় আজ সরকারের তরফে বলা হয়েছে যে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের জেরে 'পদ্ধতিগত স্তরে উল্লেখযোগ্য প্রভাব' পড়েনি। অবশ্য সেই রিপোর্ট প্রকাশের পর দুই মাসের মধ্যে তাদের বাজার মূলধন ৬০ শতাংশে নেমে এসেছে। অর্থ মন্ত্রক আজ সংসদকে জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কোনও কমিটি গঠন করেনি। (Bloomberg)
2/4কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী আজ সংসদে উল্লেখ করেছেন যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) ইতিমধ্যেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। গত ২ মার্চ সুপ্রিম কোর্টের এই নিয়ে একটি আদেশ দিয়েছে। সেই আদেশ অনুসারে দুই মাসের মধ্যে সেবি এই তদন্ত শেষ করবে। (Bloomberg)
3/4প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী আরও যোগ করেছেন যে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) ইতিমধ্যে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সামনে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তিনি বলেন, 'আদানি গ্রুপের কোম্পানিগুলির বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন, এবং অবকাঠামো (বন্দর ও এসইজেড) সরঞ্জাম খতিয়ে দেখে আমদানি নিয়ে তদন্ত করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। তবে ইন্দোনেশিয়ান কয়লা আমদানি সংক্রান্ত মামলায় আদানি গ্রুপ অফ কোম্পানির বিরুদ্ধে ডিআরআই-এর তদন্ত এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।' (Bloomberg)
4/4অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী আরও বলেন, 'হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত রিপোর্টের পর ২৪ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আদানি গ্রুপের ন'টি তালিকাভুক্ত কোম্পানি বাজার মূলধনের প্রায় ৬০% হ্রাস পেয়েছে। এই সংস্থাগুলি সেনসেক্সের অংশ নয় এবং নিফটিতে তাদের সম্মিলিত ওজন ১ শতাংশের নীচে রয়েছে। এসব কোম্পানির শেয়ার দরের অস্থিরতার জেরে পদ্ধতিগত পর্যায়ে কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়েনি বাজারে। ২০২৩ সালের জানুয়ারি মাসে নিফটি ৫০ প্রায় ২.৯% এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সম্মিলিত ভাবে ৪.৯% হ্রাস পেয়েছে।' (Bloomberg)