বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন,' বৈঠকের গুরুত্ব ছিল আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের খাতে। এতে চ্যালেঞ্জগুলি বিশেষ করে সীমান্ত এলাকায় শান্তি ও প্রশান্তি।' এরপরই চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন,' চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে আমার বেশিরভাগ আলোচনাতেই উঠে এসেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। আমি আগেও ভারত চিনের সম্পর্ককে অস্বাভাবিক বলেছি, আমি এই শব্দ ব্যবহার করেছি তাঁর সঙ্গে কথপকথনে।'
1/5নয়া দিল্লিতে হাইভোল্টেজ বৈঠকে জি ২০ ভূক্ত দেশের বিদেশমন্ত্রীরা একত্রিত হয়েছেন। চলতি বছরে জি ২০ এর এর সভাপতিত্ব করছে ভারত। ১ থেকে২ মার্চ চলা জি ২০ এর বিশেষ এই সভায় ৪০ টি দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। সেখানে আমন্ত্রিত রয়েছেন জি ২০ ভূক্ত নয় এমন দেশের প্রতিনিধিরাও। আর এমনই এক সভায় ইউক্রেনে রাশিয়ার আক্রমণ থেকে চিন ইস্যু নিয়ে সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। . (ANI Photo) (REUTERS)
2/5এদিনের বৈঠক নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন,' বৈঠকের গুরুত্ব ছিল আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের খাতে। এতে চ্যালেঞ্জগুলি বিশেষ করে সীমান্ত এলাকায় শান্তি ও প্রশান্তি।' এরপরই চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন,' চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে আমার বেশিরভাগ আলোচনাতেই উঠে এসেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। আমি আগেও ভারত চিনের সম্পর্ককে অস্বাভাবিক বলেছি, আমি এই শব্দ ব্যবহার করেছি তাঁর সঙ্গে কথপকথনে।' (PTI Photo)(PTI03_02_2023_000198B) (REUTERS)
3/5জি ২০ এর এই বৈঠকে যে আলাদা করে ইউক্রেনের ওপর রুশ হামলার ঘটনা জায়গা করে নেবে তা আগে থেকেই অনুমান করা হয়েছে। জয়শঙ্কর বলছেন, ‘রাশিয়া ইউক্রেন ইস্যুটি হল মেক অর ব্রেক ইস্যু’। প্রসঙ্গত, এই বৈঠকের আগে বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের বৈঠক সম্পন্ন হয়। এরপর বিদেশমন্ত্রীদের এই বৈঠকে যে বিশ্বজুড়ে আর্থিক সমস্যা থেকে শুরু করে ইউক্রেনে রুশ হামলা, চিনের আগ্রাসন উঠে আসবে, তা নিয়ে জল্পনা ছিলই। REUTERS/Francis Mascarenhas (REUTERS)
4/5প্রসঙ্গত, জি ২০ র সভাপতিত্ব ঘিরেই নয়, ভারত বিশ্বে অন্যতম পঞ্চম বৃহৎ অর্থনীতি হিসাবেও উঠে আসায় তা আলাদাভাবে গুরুত্ব ধরে রাখছে জি ২০ এর বিদেশমন্ত্রীদের বৈঠকে। এদিনের বৈঠকে, পশ্চিমের দেশগুলির সঙ্গে রাশিয়া, ইউক্রেনের ইস্যুতে রাশিয়া-চিনের দূরত্ব, বিশ্ব জুড়ে চাহিদার বাজারে ঘাটতি, জ্বালানির দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সংক্রান্ত নানান বিষয়ে আলোচনার সম্ভাবনা প্রকট।সেই জায়গায় রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। (ANI Photo) (REUTERS)
5/5এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে যেভাবে বারবার উদ্যোগ নিয়েছেন ও রাশিয়াকে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন, সেই জায়গা থেকে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। (ANI Photo) (REUTERS)