গৌতম আদানি এক টুইটে লিখেছেন, ‘আদানি গোষ্ঠী মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাচ্ছে। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ততা আনবে। সত্যের জয় হবে।’ উল্লেখ্য, সদ্য আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশের রাজনীতি।
1/5হিন্ডেনবার্গের রিপোর্টে শিল্পপতি গৌতম আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে সদ্য তোলপাড় হয়েছে দেশ। এরপর সুুপ্রিম কোর্টের নয়া নির্দেশে, জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে আদানির সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি নয়া অনুসন্ধান কমিটি গঠন হবে। যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্বয়ং আদানি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (REUTERS/Amit Dave/File Photo)
2/5গৌতম আদানি এক টুইটে লিখেছেন, ‘আদানি গোষ্ঠী মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাচ্ছে। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ততা আনবে। সত্যিতা বেরিয়ে আসবে।’ উল্লেখ্য, সদ্য আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশের রাজনীতি। এরপরই সুপ্রিম কোর্টের তরফে এসেছে এই বার্তা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Amit Dave/File Photo)
3/5ধনকুবের গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের কমিটির নেতৃতবে থাকবেন অবসরপ্রাপ্ত বিতারপিত এএম সাপ্রে। ছয় সদস্যের কমিটির মধ্যে থাকবেন ওপি ভাট, বিচারপতি (অবসরপ্রাপ্ত) জেপি দেবদত্ত, কেভি কামাথ, সোমশেখর সুদর্শন, নন্দন নিলেকানি। (REUTERS/Amit Dave/File Photo)
4/5কমিটিকে চারটি বিষয় খতিয়ে দেখে দুই মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। যে সমস্ত বিষয় খতিয়ে দেখার কথা বলা হয়েছে, সেই বিষয়গুলি হল, আদানিদের বা অন্যান্য সংস্থার সঙ্গে সিকিউরিটিজ মার্কেট সম্পর্কিত আইন লঙ্ঘন এবং তার নিয়ন্ত্রণ করতে গিয়ে নিয়ন্ত্রক সংস্থার কোনও গলদ ছিল কি না। ফাইল ছবি: এপি (REUTERS/Amit Dave/File Photo)
5/5 এছাড়াও সাম্প্রতিক অতীতে অস্থিরতা সৃষ্টিকারী কারণগুলি চিহ্নিত করে সামগ্রিক মূল্যায়ন করা, শেয়ার বাজারে নজরদারির ব্যবস্থা আরও জোরদারের সুপারিশও রয়েছে এই পরিস্থিতিতে। এদিকে, আদানি গোষ্ঠী ঘিরে সেবির নিজস্ব তদন্ত নিজের গতিপ্রকৃতিতে চলবে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS/Amit Dave/File Photo)