তীব্র দাবদাহ এবছর গ্রাস করতে পারে পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যকে। এরই ইঙ্গিত মিলেছে মার্চ মাসের প্রথম সপ্তাহেই। তবে এরই মাঝে স্বস্তির খবর দিয়েছে আইএমডি। আগামী কয়েকদিন দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে চলেছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাও সামিল রয়েছে। পাশাপাশি আগামী পাঁচদিন উত্তরবঙ্গেও বৃষ্টি হতে চলেছে বলে জানা গিয়েছে।
1/5আজ, ৬ মার্চ বৃষ্টি হতে চলেছে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, মহারাষ্ট্রের একাধিক জায়গায়। আগামীকাল ৭ মার্চও এই রাজ্যগুলিতে বৃষ্টি হতে চলেছে। এরপর আগামী ৮ মার্চ পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, মারাঠওয়াড়া, পূর্ব গুজরাট, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে বৃষ্টি হতে চলেছে। এই আবহে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
2/5হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, হোলির দিন রাজস্থান এবং পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে হোলির আগে বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। এরপর ৭ ও ৮ মার্চও রাজস্থানে বিচ্ছিন্ন হালকা বা মাঝারি বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আইএমডি অনুসারে, পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮ মার্চ।
3/5বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, মারাঠওয়াড়া, পূর্ব গুজরাটের বেশ কিছু জায়গায় প্রবল বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে কোথাও কোথাও। এদিকে হালকা বৃষ্টি হলেও আগামী কয়েকদিনে রাজস্থান ও গুজরাটের অনেক জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
4/5এদিকে আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন উত্তর সিকিমে হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। এদিকে ৭ থেকে ৯ মার্চ ঝাড়খণ্ড, ওড়িশা, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে আইএমডি-র বুলেটিনে।
5/5আগামী ৮ মার্চ থেকে ১১ মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়ায়। এদিকে আগামী ৯ মার্চ থেকে ১১ মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে। বাঁকুড়াতেও আগামী ৯ মার্চ থেকে ১১ মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে আগামী পাঁচদিনই বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। পাশাপাশি আগামী দুই দিন কালিম্পঙে বৃষ্টি হতে পারে।