পাকিস্তানের রাষ্ট্রীয় উপহার বিক্রি সংক্রান্ত তোশাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে এই বড়সড় অভিযোগ ঘিরে গোটা পাকিস্তানের রাজনীতিতে তোলপাড় ছিল বহুকালই। তবে তাঁর গ্রেফতারির নির্দেশ সেই দোলাচলকে আরও উস্কানি দিয়েছে।
1/4পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির নির্দেশ দিয়েছে পাকিস্তানের কোর্ট। এদিকে, তাঁর সমর্থকদের ইমরান এই ইস্যুতে প্রতিবাদে সোচ্চার হতে নির্দেশ দিয়েছেন। ইসলামাবাদের একটি কোর্ট পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে চলছিল মামলা। সেই মামলার শুনানিতে অনুপস্থিত ছিলেন ইমরান। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পাকিস্তানের রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দিয়েছেন। Photographer: Betsy Joles/Bloomberg (Bloomberg)
2/4উল্লেখ্য, পাকিস্তানের রাষ্ট্রীয় উপহার বিক্রি সংক্রান্ত তোশাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে এই বড়সড় অভিযোগ ঘিরে গোটা পাকিস্তানের রাজনীতিতে তোলপাড় ছিল বহুকালই। তবে তাঁর গ্রেফতারির নির্দেশ সেই দোলাচলকে আরও উস্কানি দিয়েছে। এদিকে আজকের মামলার রায়ের আগে, পাকিস্তানের আরও তিনটি আদালত সন্ত্রাসবাদ, একজন প্রতিদ্বন্দ্বী রাজনীতিকের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং দুর্নীতির অভিযোগের সঙ্গে সম্পর্কিত পৃথক অভিযোগে ইমরান খানকে গ্রেফতারকে থেকে মুক্ত বলে রায় দিয়েছিল। . Photographer: Betsy Joles/Bloomberg (Bloomberg)
3/4এদিকে, ৭০ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এদিন ইসলামাবাদে জনতার সামনে আসতেই হাজার হাজার সমর্থকের ভিড় দেখা যায় তাঁকে ঘিরে। গত নভেম্বরে পাকিস্তানে ইমরানকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর এই প্রথম জনতার সামনে রাজকীয় মেজাজে উপস্থিত হয়েছিলেন ইমরান। ইমরানকে ঘিরে ইসলামাবাদে আজ ছিল কড়া নিরাপত্তা। Photographer: Betsy Joles/Bloomberg (Bloomberg)
4/4উল্লেখ্য, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিনও সমর্থকেদের প্রতি জোরালো বার্তা দেন ইমরান খান। এদিকে, পাকিস্তানের ইসলামাবাদে পর পর কোর্টে ইমরানকে দিন পর পর মামলার শুনানিতে উপস্থিত থাকতে হয়। সেই ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁর পার্টির নেতা ফাওয়াদ চৌধরী। তিনি বলেন, 'ভুয়ো' মামলায় ইমরানকে পর পর ফাঁসানো হচ্ছে। আর তার শুনানিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। . Photographer: Betsy Joles/Bloomberg (Bloomberg)