Pepsi New Brand Ambassador: নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ পেপসির, এবার এই অভিনেতাকে দেখা যাবে বিজ্ঞাপনে
Updated: 28 Feb 2023, 02:41 PM ISTঅভিনেতা রণবীর সিংকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করল পানীয় প্রস্তুতকারক পেপসিকো। তরুণ উপভোক্তাদের মন জয় করতেই এই পদক্ষেপ। এর জন্য নিজেদের পণ্যকে নতুন ভাবে তুলে ধরতে প্রচারও শুর করবে পেপসি। এবছর এমনিতেই বেশি গরম পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আবহে গ্রীষ্মে নিজেদের বাজার প্রসারিত করতে আগেভাগেই প্রস্তুত পেপসি।
পরবর্তী ফটো গ্যালারি