অভিনেতা রণবীর সিংকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করল পানীয় প্রস্তুতকারক পেপসিকো। তরুণ উপভোক্তাদের মন জয় করতেই এই পদক্ষেপ। এর জন্য নিজেদের পণ্যকে নতুন ভাবে তুলে ধরতে প্রচারও শুর করবে পেপসি। এবছর এমনিতেই বেশি গরম পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আবহে গ্রীষ্মে নিজেদের বাজার প্রসারিত করতে আগেভাগেই প্রস্তুত পেপসি।
1/5এর আগে ২০১৯ সালে সলমন খানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিল পেপসি। সম্প্রতি 'কেজিএফ' তারকা যশকেও ব্র্যান্ড অঅযাম্বাসাডর করে পেপসি। জানা যাচ্ছে পেপসি নতুন এক নায়িকাকেও তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে পারে। বর্তমানে 'রাইজ আপ বেবি' থিম নিয়ে প্রচারের কাজ করছে পেপসি। (AP)
2/5পেপসিকো ইন্ডিয়ার 'পসি কোলা'র ক্যাটাগরি লিড সৌম্য রাঠোর বলেন, 'রাইজ আপ বেবি একটি যুব আন্দোলন। এবং আমরা একে ভিন্ন স্বাদে জীবন্ত করে তুলছি। সুতরাং, এর স্বাদে মিলবে রণবীরের বিস্ফোরণ। যশের দিক থেকেও আরও একটি বিস্ফোরণ হতে চলেছে। মার্চের শেষের দিকে এই প্রচার শুরু হবে।' (AP)
3/5রণবীর সিংয়ের ব্র্যান্ড র্যাঙ্কিং ২০২১ সাল থেকে ভালো হয়েছে। ডাফ অ্যান্ড ফেল্পস রিপোর্ট অনুসারে তাঁর ব্র্যান্ডের মূল্য ১৫৮.৩ মিলিয়ন ডলার। ক্রিকেটার বিরাট কোহলির পরেই র্যাঙ্কিংয়ে আছেন রণবীর সিং। রণবীর ৪৫টি ব্র্যান্ড এনডোর্স করেন। (AP)
4/5এদিকে পেপসির তরফে জানানো হয়েছে, সলমন খানের সঙ্গ ত্যাগ করছে না পেপসি। এই বিষয়ে সৌম্য রাঠোর জানান, সলমনের সঙ্গে এর মধ্যে চুক্তি ভাঙার কোনও লক্ষ্য নেই সংস্থার। তাঁর কথায়, রণবীর সিংকে আনা হয়েছে এক বিশেষ ক্যাম্পেনের জন্য। সলমন খানের বদলে রণবীরকে নেওয়া হয়নি। দু'জনেই থাকবেন। (AP)
5/5এদিকে এর আগে রণবীর সিং থামস আপ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। সলমন খানও থামস আপ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন ২০১৯ সালের আগে। থামস আপ হল কোকাকোলার অধীনে। এই আবহে দুই প্রাক্তন থামস আপ ব্র্যান্ড অ্যাম্বাসাডরকে নিজেদের ঝুলিতে ভরল পেপসি। এদিকে এর আগে ৯০-এর দশকে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকা শাহরুখ খান বর্তমানে থামস আপ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। (AP)