বাংলা নিউজ > ছবিঘর > ঘরে বাইরে > Z+ Security to Mukesh Ambani & Family: দেশে-বিদেশে, সর্বত্রই গোটা আম্বানি পরিবারকে দিতে হবে Z+ নিরাপত্তা, নির্দেশ SC-র
Z+ Security to Mukesh Ambani & Family: দেশে-বিদেশে, সর্বত্রই গোটা আম্বানি পরিবারকে দিতে হবে Z+ নিরাপত্তা, নির্দেশ SC-র
রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলার প্রেক্ষিতেই রায় দিয়ে সর্বোচ্চ আদালত কেন্দ্রকে নির্দেশ দিল, দেশে বা বিদেশে সব জায়গাতেই মুকেশ আম্বানির গোটা পরিবারকে জেড প্লাস নিরাপত্তা দিতে হবে সরকারকে।
1/5রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির নিরাপত্তা আগেই বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। পরে গত বছরের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, রিলায়্যান্স শিল্পগোষ্ঠীর কর্ণধারের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যরাও জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকার বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার প্রেক্ষিতে এবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, দেশে বা বিদেশে সব জায়গাতেই মুকেশ আম্বানির গোটা পরিবারকে জেড প্লাস নিরাপত্তা দিতে হবে কেন্দ্রকে। এর জন্য পুরো খরচ বহন করতে হবে আম্বানিদের। (Sunil Khandare)
2/5রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান মুকেশ আম্বানি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন। বর্তমানে ভারতে সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। তাঁর বাসভবন অ্যান্টিলার সামনে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি মিলেছিল। সেই ঘটনার তদন্তে মহারাষ্ট্রের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের নাম জড়িয়েছিল। সেটা ২০২১ সালের ঘটনা। (Sunil Khandare)
3/5এরপরও আম্বানিদের খুন করার হুমকি দিয়ে মুম্বই থেকে গ্রেফতার হয়েছিলেন একজন। পরেও বিহার থেকে এক ব্যক্তি রিলায়েন্সের হাসপাতালে ফোন করে আম্বানিদের মেরে ফেলার হুমকি দিয়েছিল। এই আবহে প্রথমে মুকেশ আম্বানি, এবং পরবর্তীতে গোটা আম্বানি পরিবারকেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। (Sunil Khandare)
4/5প্রসঙ্গত, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ল্যান্ডলাইন নম্বরে ফোন করে নাশকতার হুমকি দেয়। সেই ঘটনায় বিহারের দ্বারভাঙা থেকে গ্রেফতার করা হয়েছিল রাকেশ কুমার মিশ্র নামক ৩০ বছর বয়সি এক যুবককে। হুমকি ফোনের পর স্যার এইচএম রিলায়েন্স হাসপাতাল ও আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়। তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যে বিহার থেকে রাকেশকে গ্রেফতার করে মুম্বই নিয়ে আসা হয়েছিল। (Sunil Khandare)
5/5এর আগে ২০২২ সালেরই অগস্টে মাসে দক্ষিণ মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের হেল্পলাইনেই এমনই এক হুমকি ফোন করা হয়েছিল। সেবারেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। তদন্তের পর নম্বর ট্র্যাক করে বোরিভালি থেকে বিষ্ণু বিধু ভৌমিক নামক একজন ৫৬ বছর বয়সি ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। (Sunil Khandare)