বাংলা নিউজ >
ছবিঘর >
ঘরে বাইরে > Tripura Election 2023 Star Candidates: কঠিন জয় মুখ্যমন্ত্রীর, হার শীর্ষ BJP নেতাদের- ত্রিপুরায় তারকাদের ভাগ্যে কী থাকল?
Tripura Election 2023 Star Candidates: কঠিন জয় মুখ্যমন্ত্রীর, হার শীর্ষ BJP নেতাদের- ত্রিপুরায় তারকাদের ভাগ্যে কী থাকল?
Updated: 02 Mar 2023, 09:05 PM IST
Ayan Das
Tripura Election Result 2023 star candidates: আজ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হল। কঠিন জয় পেলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলা থেকে সহজ জয় নিশ্চিত করেন সুদীপ রায় বর্মণ। যিনি ছয়বারের বিধায়ক হলেন। ত্রিপুরায় তারকা প্রার্থীদের কী হল, তা দেখে নিন -
1/7মানিক সাহা: প্রাথমিকভাবে পিছিয়ে গিয়েছিলেন। তবে বরদোয়ালি টাউন বিধানসভা কেন্দ্র থেকে শেষ হাসি হাসলেন বিদায়ী মুখ্যমন্ত্রী। ১,২৫৭ ভোটে এগিয়ে আছেন। দ্বিতীয় হয়েছেন কংগ্রেস প্রার্থী আশিসকুমার সাহা। যে আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অনন্ত বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)2/7সুদীপ রায় বর্মণ: আগরতলা আসন থেকে জিতে গিয়েছেন কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক। হেরে গিয়েছেন বিজেপির প্রার্থী পাপিয়া দত্ত। ৮,১৬২ ভোটে জিতে গিয়েছেন। সুদীপ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)3/7জিতেন্দ্র চৌধুরী: জয়ী সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। বিজেপি প্রার্থী শংকর রায় দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান মাত্র ৩৯৬। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)4/7রাজীব ভট্টাচার্য: বনমালীপুর থেকে পিছিয়ে পড়েছেন ত্রিপুরা বিজেপির সভাপতি। যে আসন থেকে গতবার জিতেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ওই আসন থেকে ৪৯৩ ভোটে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী গোপালচন্দ্র রায়। (ফাইল ছবি, সৌজন্যে বিজেপি)5/7হেরে গিয়েছেন বিদায়ী উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিপ্রা মোথা পার্টির প্রার্থী সুবোধ দেববর্মা ৮৫৮ ভোটে জিতে গিয়েছেন। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @Jishnu_Devvarma)6/7প্রতিমা ভৌমিক: ধানপুর আসন জয়ী বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সিপিআইএমের প্রার্থী কৌশিক চন্দ দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ৩,৫০০। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)7/7রতনলাল নাথ: মোহনপুর আসন থেকে প্রায় ৮,০০০ ভোটে জিতলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী। তাঁর প্রাপ্ত ভোট ১৯,১২৮। তিপ্রা মোথার প্রার্থী তাপস দে পেয়েছেন ১১,৭৮১ ভোট। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @RatanLalNath1) অন্য গ্যালারিগুলি