'এক পদ, এক পেনশন' নীতির অধীনে অবসরপ্রাপ্ত যোগ্য সেনা কর্মীদের কীভাবে দেওয়া হবে বকেয়া পেনশন? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রককে এই প্রশ্ন করে বিস্তারিত 'রোডম্যাপ' চাইল সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত বিশদ তথ্য সর্বোচ্চ আদালতে জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে। পাশাপাশি প্রতিরক্ষাকে 'সতর্ক' করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল, 'নিজের হাতে যেন আইন না তুলে নেয় কেন্দ্র'।
1/5'এক পদ, এক পেনশন' অনুযায়ী যোগ্যদের বকেয়া মেটানোর এই প্রক্রিয়া কতটা বাকি, তা সোমবারের মধ্যে জানাতে বলেছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি কেন্দ্রের তরফে আদালতে হাজির হওয়া অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'অনুগ্রহ করে এটা নিশ্চিত করবেন যাতে প্রতিরক্ষা মন্ত্রক নিজেদের হাতে আইন না তুলে নেয়।' (PTI)
2/5সর্বোচ্চ আদালত নিজেদের পর্যবেক্ষণে বলেন, '৭৫ বছর বয়সের ওপরে থাকা অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহিদ বা মৃত সেনাকর্মীদের বিধবাদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।' এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল যে এই বছরের মার্চের মধ্যে 'এক পদ, এক পেনশন'-এর বকেয়া মেটাতে হবে কেন্দ্রকে। তবে পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রক এক তরফা ভাবে এক বিজ্ঞপ্তি জারি করে বলে যে চার দফায় বকেয়া মেটানো হবে। এই বিজ্ঞপ্তি নিয়ে অসন্তুষ্ট সর্বোচ্চ আদালত। (PTI)
3/5উল্লেখ্য, ২০১৯-র ১ জুলাই থেকে কার্যকর হবে সংশোধিত 'এক পদ, এক পেনশন' নীতি। এর ফলে বিপুল পরিমাণ অর্থ বকেয়া বাবদ পেতে চলেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। সরারি হিসেব অনুযায়ী, ২৫.১৩ লাখ পেনশনভোগী লাভবান হবেন এই নীতির ফলে। পাশাপাশি, নিহত সেনাকর্মীদের বিধবা স্ত্রী ও যুদ্ধ ক্ষতিগ্রস্ত সেনাকর্মীরাও এর আওতায় আসবেন। (PTI)
4/5২০১৯ থেকে ২০২২ পর্যন্ত সংশোধিত 'এক পক, এক পেনশন' বাবদ ২৩ হাজার ৬০০ কোটি টাকা খরচ করবে কেন্দ্র। অর্থাৎ, অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পেনশন বাবদ সরকারের অতিরিক্ত খরচ হবে ৮ হাজার ৪৫০ কোটি টাকা। এর মধ্যে সেনাকর্মীদের ৩১ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিআর-ও অন্তর্ভুক্ত। (PTI)
5/5একই পদে এবং একই মেয়াদে পরিষেবা দেওয়া প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্তদের ২০১৮ সালের ন্যূনতম এবং সর্বোচ্চ পেনশনের গড় করে, তার ভিত্তিতে তাদের পেনশন নির্ধারণ করা হবে। এর ফলে ভিন্ন সময়ে একই পদে থাকা অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা সমপরিমাণ পেনশন পাবেন। অর্থাৎ, কোনও ব্রিগেডিয়ার যদি ১৯৯০ সালে অবসর নিয়ে থাকেন, এবং অন্য এক ব্রিগেডিয়ার যদি ২০১৪ সালে অবসর গ্রহণ করে থাকেন তাহলে তাঁরা দু'জনেই সমপরিমাণ পেনশন পাবেন। (PTI)