বাংলা নিউজ > ছবিঘর > ঘরে বাইরে > Supreme Court on One Rank, One Pension: 'এক পদ, এক পেনশন'-এর বকেয়া মেটানো হবে কীভাবে? বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court on One Rank, One Pension: 'এক পদ, এক পেনশন'-এর বকেয়া মেটানো হবে কীভাবে? বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

'এক পদ, এক পেনশন' নীতির অধীনে অবসরপ্রাপ্ত যোগ্য সেনা কর্মীদের কীভাবে দেওয়া হবে বকেয়া পেনশন? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রককে এই প্রশ্ন করে বিস্তারিত 'রোডম্যাপ' চাইল সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত বিশদ তথ্য সর্বোচ্চ আদালতে জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে। পাশাপাশি প্রতিরক্ষাকে 'সতর্ক' করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল, 'নিজের হাতে যেন আইন না তুলে নেয় কেন্দ্র'।