বাংলা নিউজ >
ছবিঘর >
প্রয়াত জাতীয় পুরস্কার প্রাপ্ত-বর্ষীয়ান সংগীত পরিচালক বনরাজ ভাটিয়া, বয়স হয়েছিল ৯৩
প্রয়াত জাতীয় পুরস্কার প্রাপ্ত-বর্ষীয়ান সংগীত পরিচালক বনরাজ ভাটিয়া, বয়স হয়েছিল ৯৩
Updated: 07 May 2021, 01:50 PM IST
লেখক Priyanka Bose
৯৩ বছর বয়সে মুম্বইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বনরাজ ভাটিয়া। আর্থিক সঙ্কটও দেখা দিয়েছিল শেষ জীবনে।
1/5প্রয়াত বর্ষীয়ান সংগীত পরিচালক বনরাজ ভাটিয়া। ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতায় কয়েকদিন ধরে ভুগছিলেন। শুক্রবার সকালে দক্ষিণ মুম্বইয়ের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সংগীত পরিচালক।
2/5জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক, ২০১২ সালে পদ্মশ্রী সম্মানিত বনরাজ ভাটিয়া। ভারতীয় সিনেমাতেই নয় ভারতীয় শাস্ত্রীয় সংগীতেও অন্যতম প্রথম সারির কম্পোজার হিসেবে পরিচিত তিনি।
3/5কেরিয়ারের শুরুতে প্রচুর বিজ্ঞাপনের জন্য সংগীত পরিচালনা করেছিলেন তিনি। কয়েক হাজার বিজ্ঞাপনে সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন। বিয়ের করেননি। মুম্বইয়ের বাড়িতে একা থাকতেন।
4/5বয়সকালে আর্থিক সংকটে ভুগছিলেন। অভাবে বাড়ির আসবাপত্র বিক্রি করতে হয়েছিল। খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগালের ছবিতে সংগীত পরিচালনার জন্যই মূলত খ্যাতি লাভ করেছিলেন বনরাজ।
5/5অঙ্কুর, ৩৬ চৌরঙ্গী লেন, টিভি শো ‘তামাস’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে সংগীত পরিচালনা করেছেন তিনি। সংগীত পরিচালকের মৃত্যুতে বিনোদন জগতে বহু তারকা শোকপ্রকাশ করেছেন। ফারহান আখতার, হনসল মেহেতা, স্মৃতি ইরানি প্রমুখ সামাজিক মাধ্যমে শোকজ্ঞাপন করেছেন।