কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্রথম বড় সরকারি সংস্থাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিল সরকার। এবার কেন্দ্র ব্যাঙ্কের বিলগ্নীকরণের পথে হাঁটতে চলেছে বলে খবর।
1/5বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পর এবার আইডিবিআই ব্যাঙ্ককে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রকৃতপক্ষে, কেন্দ্রীয় সরকার বর্তমানে একটি রোড শো অর্থাৎ আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রির ওপেন অফারের আয়োজন করছে। সোমবার সংসদে এই তথ্য জানানো হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
2/5লোকসভায় একটি লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ বলেন, আগ্রহ প্রকাশ (EoI) করার আগে বিনিয়োগকারীদের আগ্রহের মূল্যায়ন করার জন্য রোড শো আয়োজন করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5 পিটিআই-এর খবর অনুযায়ী, সরকার আগামী মাসের শেষের দিকে আইডিবিআই ব্যাঙ্কে তার অংশীদারিত্ব বিক্রি করার জন্য আগ্রহ প্রকাশের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে। এই খবর প্রকাশ হতেই গতকাল আইডিবাই ব্যাঙ্কের শেয়ার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৪.৪৩ শতাংশ বেড়ে ৪৪.৭৫ টাকা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/5রিপোর্ট অনুযায়ী, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাঙ্কের প্রায় ২৬% শেয়ার বিক্রির কথা বিবেচনা করতে পারে। পরে সরকার তার পুরো শেয়ার বিক্রির কথা বিবেচনা করবে। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি গত বছরের মে মাসে আইডিবিআই ব্যাঙ্কে কৌশলগত বিনিয়োগ এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ হস্তান্তরের জন্য নীতিগত অনুমোদন দিয়েছিল।
5/5সরকার এবং এলআইসি আইডিবিআই ব্যাঙ্কের ৯৪ শতাংশের বেশি ইক্যুইটির মালিক। এলআইসি ৪৯.২৪ শতাংশ শেয়ার এবং সরকার ব্যাঙ্কের ৪৫.৪৮ শতাংশ শেয়ারের মালিক। বর্তমানে ব্যাঙ্কের নন-প্রমোটার শেয়ারহোল্ডিং দাঁড়িয়েছে ৫.২৯ শতাংশ। ফাইল ছবি : মিন্ট