অনেকে পা থেকে লোম তুলে দেন। তার জন্য নানা রাসায়নিক, ওষুধ তো বটেই, বহু থেরাপিও করান অনেকে। কিন্তু একেবারে ঘরোয়া কয়েকটি জিনিস দিয়ে এই কাজ করে নেওয়া যায়। রইল সন্ধান।
1/10অনেকেই নিজের পায়ে লোম থাকা পছন্দ করেন না। কিন্তু যে রাসায়নিক বা ওষুধ ব্যবহার করে এ থেকে মুক্তি পাওয়া যায়, সেগুলি ব্যবহার করতে ভয় পান। তাই শেষ পর্যন্ত পিছিয়ে আসেন। কিন্তু একেবারে ঘরোয়া উপায়ে এই কাজটি করা সম্ভব। জেনে নিন কীভাবে।
2/10পেঁপে থেঁতো আর হলুদ গুঁড়ো এক সঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। সেটি পায়ে ১৫-২০ মিনিট মাখিয়ে রাখুন। তার পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন এভাবে চালিয়ে গেলে ২-৩ মাসেই পায়ের লোম পরিষ্কার হয়ে যাবে।
3/10ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ কর্নস্টার্চ আর এক চামচ চিনি মিশিয়ে নিন। সেটি পায়ের উপর লাগান। ২০-২৫ মিনিট লাগিয়ে রাখলে একটি আস্তরণ তৈরি হবে। সেটি টেনে তুলে নিন। তার পরে পা ধুয়ে ফেলুন।
4/10মধু, চিনি এবং লেবু দিয়ে একটি মিশ্রণ বানিয়ে সেটি পায়ে মাখিয়ে দিতে পারেন। তাতেও লোম নরম হয়ে উঠে যাবে। তবে এটি ব্যবহার করার আগে পায়ে একটু ট্যালকম পাউডার মাখিয়ে নেবেন। আর হয়ে গেলে ময়শ্চারাইজার ব্যবহার করবেন।
5/10রসুনের রসও এই কাজে দারুণ কাজে লাগে। পায়ে এই রস লাগিয়ে রাখুন। ১৫-২০ পরে ধুয়ে ফেলুন। লোম নরম হয়ে যাবে।
6/10গোলাপ জল আর ফিটকিরির মিশ্রণ এই কাজে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত রেখে দিন। তাতেও নরম হবে লোম।
7/10জলখাবারে ওটমিল আর কলা অনেকেই খান। কিন্তু জানেন কি এটি পায়ের লোম তুলতেও দারুণ কাজে লাগে? এই মিশ্রণ পায়ে মাখিয়ে নিন। ২০ মিনিট রেখে দেওয়ার পরে ধুয়ে নিন। লোম নরম হয়ে যাবে।
8/10রাতে ঘুমোনোর আগে অনেকেই ক্যামোমাইল চা খান। এর কিছু উপাদানও লোম তুলে দিতে পারে। পায়ে এই চা মাখিয়ে দিন। ঠান্ডা অবস্থাতেই মাখান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তাতে লোম উঠে যাবে।
9/10কাবলি ছোলার গুঁড়োর সঙ্গে অল্প অলিভ অয়েল মিশিয়ে নিন। তাতে একটু দই মেশান। সেই মিশ্রণটি পায়ে মাখিয়ে দিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
10/10২ চামচ সাদা মরিচ গুঁড়োর সঙ্গে ২ চামচ কর্পূর গুঁডো় মিশিয়ে নিন। কোনও একটি বডি ওয়েলের সঙ্গে এটি মেশান। তার পরে সেটি পায়ে মাখিয়ে দিন। ১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।