1/5শুটিংয়ে ব্যস্ত থাকলেও ঠাকুমার মৃত্যু সংবাদ পেয়েই সবকিছু ছেড়েছুড়ে ঠাকুমার বাসভবনে হাজির হন অনন্যা। সঙ্গে ছিলেন তাঁর বাবা চাঙ্কি পান্ডেও।
2/5অনন্য পান্ডেকে সান্ত্বনা দিতে হাজির হয়েছিলেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী নভ্যা নভেলি নন্দা। অমিতাভ বচ্চনের নাতনীকে সাদা টি-শার্ট ও ডেনিম ব্লু জিনসে। মুখে ছিল মাস্ক।
3/5পান্ডে পরিবারের শোকের সময়ে হাজির হয়েছিলেন মালাইকা অরোরাও। অনন্যার বাবা চাঙ্কি পান্ডের সঙ্গে দীর্ঘ বছরের বন্ধুত্ব মালাইকার। অনন্যার মায়ের সঙ্গেও যথেষ্ট হৃদ্যতা রয়েছে তাঁর।
4/5চাঙ্কি পান্ডের মায়ের মৃত্যুসংবাদ পেয়েই তড়িঘড়ি গাড়ি করে পান্ডে পরিবারের পাশে দাঁড়াতে হাজির হয়েছিলেন মালাইকার বোন বলি-অভিনেত্রী অমৃতা অরোরাও। নো-মেক আপ লুকে হাজির হয়েছিলেন 'কমবখত ইশক' ছবির নায়িকা।
5/5পান্ডে পরিবারের এই দুঃসময়ে দেখা গেছে অভিনেতা সোহেল খানের স্ত্রী সীমা খানকেও। অনন্যার মা ভাবনা পান্ডের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সীমা।