Income Tax Return: ২০২১-২২ অর্থবর্ষের জন্য প্রায় ৫.৮৩ কোটি আয়কর রিটার্ন ফাইল করা হয়েছে। সোমবার এই তথ্য দিয়েছে আয়কর বিভাগ।
1/5৩১ জুলাই রিটার্ন ফাইল করার শেষ দিন ছিল। রবিবার রাত ১১টা পর্যন্ত প্রায় ৬৭.৯৭ লক্ষ শেষ মুহূর্তের রিটার্ন জমা পড়ে বলে জানা গিয়েছে। ছবি: টুইটার (PTI)
2/5শেষের মাত্র ১ ঘণ্টাতেই সাড়ে ৪ লক্ষেরও বেশি রিটার্ন জমা পড়ে। ফাইল ছবি : পিটিআই (PTI)
3/5বেতনভোগী বিভাগের করদাতাদের আইটিআর ফাইল করার শেষ তারিখ ছিল ৩১ জুলাই। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5২০২০-২১ অর্থবর্ষে ৫.৮৯ কোটি আইটিআর দাখিল করা হয়েছিল। সে বছর কোভিডের কারণে কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট) (PTI)
5/5যাঁরা এখনও ITR ফাইল করেননি: নিয়ম অনুযায়ী, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ব্যক্তিদের ক্ষেত্রে ১,০০০ টাকা লেট ফি প্রযোজ্য হবে। যাঁদের আয় ৫ লক্ষ টাকার বেশি, তাঁদের ক্ষেত্রে, ৫,০০০ টাকার লেট ফি প্রযোজ্য। যাঁদের কর বকেয়া আছে তাঁদের বিলম্বিত ফাইলিংয়ের জন্য প্রতি মাসে অতিরিক্ত ১% সুদ দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (PTI)