অ্যাথলিটদের পরিবারের লোকজন ও বন্ধুরা বহু আগে থেকেই ভিড় জমিয়েছিলেন বিমানবন্দর চত্বরে।
1/6দেশে ফিরলেন সোনার ছেলে নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতার পর সোমবারই দিল্লি বিমানবন্দরে পা দেন নীরজ।
2/6একা নীরজ নন, বজরং, রবি কুমার, লভলিনা, ভারতীয় অ্যাথলেটিক্স ও হকি দলের তারকারাও দেশে ফিরেছেন একই সঙ্গে।
3/6দিল্লি বিমানবন্দরে নীরজদের স্বাগত জানাতে হাজির ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। ছিলেন জাতীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিরাও। প্রচুর সংখ্যায় সাধারণ মানুষও উপস্থিত ছিলেন বিমানবন্দর চত্বরে। ভিড়ের চাপে ভাঙে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বাঁধ।
4/6অ্যাথলিটদের পরিবারের লোকজন ও বন্ধুরা বহু আগে থেকেই বিমানবন্দর চত্বরে ভিড় জমিয়েছিলেন। ঢোল বাজিয়ে ফুলের তোড়ায় বরণ করে নেওয়া হয় জাতীয় নায়কদের। নাচে-গানে বিমানবন্দরেই ছিল উত্সবের আমেজ।
5/6উল্লেখ্য, ভারত এবার টোকিও অলিম্পিক্স থেকে ১টি সোনা, ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ-সহ মোট ৭টি পদক জেতে।
6/6সোনা জিতেছেন নীরজ। রুপো জিতেছেন মীরাবাঈ ও রবি কুমার। ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সিন্ধু, লভলিনা ও বজরং। এছাড়া ছেলেদের হকিতে ব্রোঞ্জ জেতে ভারতীয় দল।