Neeraj Chopra- লক্ষ্য ফের সোনা জয়! নতুন কোচ নিযুক্ত করলেন নীরজ! সর্বকালের অন্যতম সেরা তারকাই নীরজের দায়িত্বে
Updated: 09 Nov 2024, 11:27 PM IST Moinak Mitra 09 Nov 2024 neeraj chopra, jan zelezny, paris olympics, paris, olympics, india, javelin throw, india at olympics, india at paris olympics, নীরজ চোপড়া, নীরজ, জ্যাভলিন থ্রো, জ্যাভেলিন, অলিম্পিক্স, অলিম্পিয়ান, পদক, প্যারিস, জান জেলেনজি, তারকা, ভারত, ভারতীয়, জ্যাভেলিন থ্রোএবার নীরজ চোপড়া নিজেই কোচ হিসেবে বেছে নিলেন ৫৮ বছর বয়সী জ্যাভলিন কিংবদন্তী জান জেলেনজিকে। দীর্ঘদিন ধরেই নীরজ চোপড়ার কেরিয়ারের রোল মডেল এই জ্যাভলিন থ্রোয়ার। তিনবারের অলিম্পিক্স পদকজয়ী জান রয়েছে বিশ্বরেকর্ডের মালিকও। ১৯৯২, ১৯৯৬ এবং ২০০০ সালে অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেলেনজি।
পরবর্তী ফটো গ্যালারি